পেশা বদল

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ০৫/০৯/২০০৮ - ১:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভাঙ্গছে কেবল সেতু
আত্মার গরাদে বন্দি আমাদের ছায়া
ঢেউ কেন খুজে আনে কাদামাখা খুলি
হেসে উঠে পাশের ঘরে অর্থহীনতার পৃথিবী
পৃথিবী পেশা বদলায় নিয়ত

আহা সেই নারী আজ ঘর ছাড়বে
তার স্বামী সন্তানের খুনীর হাত ধরে।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

ভাঙ্গছে কেবল সেতু
..ভাঙছেই।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হাসান মোরশেদ এর ছবি

-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।