পৃথিবীতে উপন্যাসের গ্রান্ড মাষ্টারদের মধ্যে একজন হচ্ছেন বালজাক। তার 32 !খন্ডে রচিত উপন্যাস সংকলন' হিউম্যান কমেদিয়া" বিশ্বসাহিত্যের সম্পত্তি। এ কালেকশানের প্রথম উপন্যাস 'ফাদার ওলড গোরিও"। এই উপন্যাসে মেজাজটা অনেকটা সেন্টিমেন্টাল ধরনের। এই এবসার্ট যুগে অনেকের উপন্যাসটা ভাল নাও লাগতে পারে। ফাদার গোরিও ধনী কিন্তু অসম্ভব কাতর একজন মানুষ। স্ত্রীর মৃত্যুর পর দুই মেয়েকে সে অনেক যত্নে আদরে বড় করে তোলে। বড় হয়ে মেয়েরা বলা যায় অনেকটা ত্যাগ করে তাকে। কিন্তু সে কিছুই মনে করেনা।মেয়েরা তার সমস্ত সম্পত্তি খরচ করে ফেলে। সে বাড়ী তাড়ি বিক্রি করে তাকে একটা বোর্ডিংয়ে গিয়ে উঠতে হয়। ওদিকে মেয়েরা তাদের প্রণয়ীদের নিয়ে ব্যস্ত। যখন পয়সা ফুরিয়ে যাচ্ছে তখন এসে হাজির হচ্ছে ফাদার গোরিওর কাছে। উপন্যাসটা পড়লে ফাদার গোরিওর জন্য খুব খারাপ লাগা তৈরী হয়। আর কখনো সন্তান জন্ম দিতে ইচ্ছে করেনা। পড়ে দেখবেন আশা করি।
মন্তব্য
আপনি তো মহা বদ! রাগ করবেন না যেনো আবার। দুখখো থেকে কথাটা বলছি। আপনার লেখাটা খুললাম উপন্যাসটা পড়া শুরু করার আশায়, দেখি খালি তিন লাইনের সারসংক্ষেপ!
আচ্ছা নাহয় উপন্যাসটা না-ই দিলেন, কোথায় পাবো জানাবেন তো? দাম কেমন বইটার? project gutenberg-এ পাওয়ার কোনো চান্স আছে?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
তার আগে স্যার আমি জানতে চাই আপনি থাকেন কোথায়?
*********************************************
আমি যে-ভাগাড়ে থাকি তার নাম ঢাকা। বাংলাদেশের রাজধানী নাকি সেটা! জঘন্য ও বসবাসের অযোগ্য- এই পৃথিবীর সমস্ত শহর যেমন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
এবসার্ড এর সাথে সেন্টিমেন্টের দ্বন্ধটা কোথায়?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এটা কি আমাকে বললেন? নাকি মাশাকে?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
এটা ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভাই শুধু এটুকু!!! আরেকটু বিস্তারিত লেখলে ভাল হত।
নিবিড়
মাশা ভাই, সচলায়তনের আমি নতুন সদস্য। লেখক নই, নিছকই পড়ুয়া। ঠিক মনে করতে পারছি না, কাভাফিকে নিয়ে একটি কবিতা পড়েই সম্ভবত আপনার ব্লগের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। যদি বিস্মৃত না-হয়ে থাকি, একটিই মাত্র মন্তব্য পড়েছিল তাতে এবং সেটা করেছিলেন হাসান মোরশেদ ভাই। অল্প কদিনের সচল-অভিজ্ঞতায় আপনার ব্লগটিকেই আমার বৈদগ্ধ্যের শীর্ষে বলে মনে হয়েছে। আর হাসান মোরশেদ ভাইকেই সবচেয়ে বড় কবিতাপ্রেমী। একজন 'বদ' লোককেও আমি আবিষ্কার করেছি ইতিমধ্যে। তিনি পলাশ দত্ত। তার কথাই তাকে ফিরিয়ে দিলাম।
.................................................................................
"নোবেল-বুকার নিয়ে এত কেন ফুর্তি করে বোকা পাঠকেরা?/মিডিয়ার উলুবনে সবই যেনতেনপ্রকারেণ।/প্রাচ্যের পদক হাতে স্নানে যায় বনলতা সেন।" -আবু হাসান শাহরিয়ার
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]
নতুন মন্তব্য করুন