The Piano Teacher by Elfriede Jelinek

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: সোম, ০৬/১০/২০০৮ - ৩:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

উপন্যাসটার পটভুমি ভিয়েনা।তিনটি চরিত্র পিয়ানো বাদিকা কিংবা পিয়ানো টিচার এরিকা কুহুট,তার ছাত্র ক্লেমার আর এরিকার মার। এটা নিরেট একটা সফল উপন্যাস। মানুষের বৈচিত্রপুর্ন মনোজগতকে ইয়েলিনেক উম্মোচন করেছেন এ উপন্যাসে। এরিকার মার চেয়েছিলেনএরিকা হবে স্রেফ একটি উপার্জনের যন্ত্র। আর তাই তিনি এরিকাকে পুর্ন নিয়ন্ত্রনে রেখেছেন। নিয়ন্ত্রন করতে গিয়ে এরিকার ব্যাক্তিগত বলে কিছু থাকলোনা। এবং সে ইতিমধ্যে মায়ের প্রতি বিষিয়ে উঠল। স্বাধীনতার স্বাদ অনুভব করতে এরিকা ভিয়েনার সিনেমা হলে বিভিন্ন সেক্স শপে পর্ন ছবি দেখে বেড়ায়। একসময় তার জীবনে এসে হানা দেয় তারই ছাত্র ক্লেমার। যে প্রথমে তার মনে স্থান করে নেয় এবং অচিরেই সে প্রভু হয়ে বসে। তার ভেতর প্রকাশ পায় অচিরেই পুরুষতান্ত্রিক নির্যাতনের মানসিকতা। সব কিছু মিলিয়ে নতুন অভিঙ্গতা, পড়ার পর সারা শরীর জুড়ে একটা আনন্দের আবহ। মন্দ নয়।


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

বইটা পড়েছি , সিনেমাটাও দেখেছি ।

কেন যেন বই পড়া থাকলে সিনেমাগুলো দেখে তুষ্ট হতে পারি না । হয়তো পাঠক পড়তে পড়তে যে দৃশ্যপট চিন্তা করে , সিনেমার পরিচালক ঠিক ওভাবে চিন্তা করেন না , এটা পাঠক হিসেবে আমাকে দূ:খ দেয় ।

জাহেদ সরওয়ার এর ছবি

মনে হয় প্রত্যেকের দেখার চোখ আলাদা কিসিমের। সিনেমার পরিচালকতো কেবল তার অভিজ্ঞতাকেই সিনেমায় যুক্ত করে। পক্ষান্তরে সিনেমা হওয়া উপন্যাসটা আর লেখকের থাকে বলে মনে হয় না। আর পড়ার ব্যাপারটার মজাটাই বোধয় এখানে যে তা একজনকে ভেতর থেকে পুরা সম্পৃক্ত করে গল্পের সাথে। উপন্যাসে চরিত্রগুলোতে সে একেকবার রূপান্তরিত হয়।

*********************************************

আহমেদুর রশীদ এর ছবি

এটা ঠিক,বই পড়া থাকলে ভিডিওগ্রাফিতে আর মন ভরে না।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

হাসান মোরশেদ এর ছবি

কাকতাল ।
বই এবং সিনেমা দুটোরই অভিজ্ঞতা হয়েছে । বই আগে সিনেমা পড়ে, হয়তো তাই সিনেমাটা অভিজ্ঞতাই থেকে উপভোগে আসেনি ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

গৌতম এর ছবি

যদিও আপনি বলেছেন মানুষের বৈচিত্র্যপূর্ণ মনোজগতকে উন্মোচন করা হয়েছে এই বইতে, কিন্তু আমার মনে হয় মধ্যবিত্ত সমাজের ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক-সামাজিক চাপে থাকা পুরুষের মনোজগতকেই প্রতিনিধিত্ব করছে এই বইয়ের চরিত্র।

আলোচনার জন্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।