গুপ্ত

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ২১/১১/২০০৮ - ২:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কারো আর্তনাদ শোনে না ঘুমন্ত শহর
লরির শব্দে মাঝে মাঝে কেঁপে উঠে শহরের রাস্তা
তুমি এক ক্লান্ত বেওয়ারিশ কুকুরের মত
বনানী পুলিশ বক্সের ধার ঘেষে মৃত্যুর কথা ভাবো

শহর লুকিয়ে রাখবে তোমার মৃত্যু সংবাদ।


মন্তব্য

সবজান্তা এর ছবি

ব্যস্ত এই শহরে কারো কি সময় আছে অন্যের মৃত্যু সংবাদ শোনার, কিংবা শুনলেও তাতে বিষাদগ্রস্ত হওয়ার ?

আমরা সবাই আজ যান্ত্রিক।


অলমিতি বিস্তারেণ

তারেক এর ছবি

অনেক রাতে মিরপুর রোডের রাস্তায় হাটতে বেরোতাম যখন। মাঝে মাঝে দুই একটা গাড়ির হেডলাইটের আলো আমাদের পার হয়ে যেত। রাস্তার পাশের নির্জন অন্ধকার এইরকম মৃত্যুর হাতছানি দিত তখন... কেমন যেন একটা ঘোর লাগা পবিত্র অনুভূতি। প্রায়ই মনে হত এর রেশ কেটে যাবার আগে মরে গেলে বেশ হয়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ঝরাপাতা এর ছবি

বাহ বেশ লাগলো। কিন্তু ব্লগরব্লগর ট্যাগে কেন?


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।