যে তুমি বলেছিলে শেষরাতে ঘুমোতে পারনা ইদানিং

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ০৬/০৩/২০০৯ - ১০:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যে তুমি বলেছিলে শেষরাতে ঘুমোতে পারনা ইদানিং
বেড়ে যায় পেচ্ছাবের বেগ
নেতাবন নিয়ে বড় যৌনকাতরতায় কাটে রাত
আহা অরক্ষিত দেশে শুধু গুলিবাজি বোমফাটানির শব্দে
তোমার সদ্য প্রসূত কন্যা কেঁপে কেঁপে ওঠে
কারা মরে যায়- কারা মারে-কারা যায় কারাগারে।
সারাদিন মাটিকাটা শেষে আব্দুল ঘুমের ভেতর
হাসে। তার হাতে মাধুরীর ছবি। বালিশের নীচে আছরের তাবিজ।
তবু আছর করেছিলো ভর তোমার ওপর
যে তুমি বলেছিলে শেষরাতে ঘুমোতে পারনা ইদানিং
চলে এসো চাকা বন্ধের রাতে
জাহান্নমের খানকি পাড়ায়_
এখানে কেটে যাক উদ্দাম নাচে আমাদের জীবন
নাচ শেষ হলে বুলেটেরা খুঁজে নেবে তাদের ইপ্সিত নিশানা।


মন্তব্য

নিবিড় এর ছবি

অনেক দিন পর আপনাকে সচলে দেখা গেল


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সাইফুল আকবর খান এর ছবি

হুম। বেশ সুন্দর। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।