নিজেই প্রকাশনার সাথে জড়িত ফলে মেলা আসলে এত বেশী বইপত্রের সাথে জড়িত থাকতে হয় নিজের যে এক দুখানি বই প্রকাশ পায় তা নিয়ে না কাউকে বলতে পারা যায় না বিজ্ঞাপিত করা যায়। আমাদের সময়গুলো সব তারা নিয়ে যায়। মুদ্রার বিনিময়ে যেন আমরা আজ সময়ের শব। যাহা হোক ইহা আমার ৩য় পইদ্যর বহি।
বইটির সম্পর্কে নিজে কিছু বলার আগে প্রাক অভিজ্ঞতা বিষয়ে বয়ান।
দেশের আমজনতা গ্রহণযোগ্য এক বুড়া অধ্যাপক বইটি দেখে আতঁকে ওঠে এবং বইটি উল্টে রাখে। আমি তারে জিগাই এমুন করেন ক্যান? সে বলে এটা তো মৃত্যুর বই। তোমার এই বই দেখে বুঝা যায় ( ভিতরে কি আছে তা না দেখেই?) আমাদের দেশের তরুন সমাজ আজ কোনদিকে।
আমি তারে বলি আপনার কামকাইজ দেখে বুঝা যায় আমাগো দেশের বুড়ারা আইজ কোনদিকে। তারা শুধু বইয়ের বাইরে দেখেই মূল্যায়ন করতে অভ্যস্থ।
আর এক চৌকস দেশের বিতর্কিত অধ্যাপক বইটি উল্টেপাল্টে দেখে এবং তার জবানে সে ইতিমধ্যে বইটি পড়ে ফেলেছে। সে মুচকি হাসতে হাসতে বলে আপনে হইলেন গিয়া মায়াকভস্কি ইয়েসিনেন বদল্যরগো আমলের প্রথম শ্রেণীর কবি। বুঝলেন আপনি এখন কার কবি না। তবে আধুনিকগো কবিতা বুঝা যায় না আপনার কবিতা বুঝা যায়। তিনি আমারে একগাদা রিকনস্ট্রাকশানের ওপর বইয়ের নাম লিখে দেন এবং রিকনস্ট্রাকশানের ওপর উপদেশ দিতে দিতে নয়াপল্টন থিকা নীলক্ষেত অব্দি নিয়া যায়। যাহা হোক। এবার নিজের গুনগান গাহি। ইহা একটি অন্তমিল হীন ছন্দহীন লাইন কিছু লাম্বা কিছু বাইট্রা ( সে ক্ষেত্রে বলতে পারি গইদ্য লিখে দুই পাশে সমান কইরা দিইনাই) মোট কথা মুক্তকবিতা ( কবিতা থেকে মুক্তি) যাহাদের আপনারা বলেন সে কিসিমের বহি। ইহা সম্পুর্ণ নিজের গরজে ছাপা। ঘ্যাঠের পয়সা খরচ। কারণ প্রকাশকের কাছে ঘ্যনঘ্যানানির সময় পাওয়া যায় নাই। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। তাহার মতে ইহা একটি উত্তম প্রচ্ছদ। ওনাকে প্রায় অসুস্থ অবস্থায় ছাইপ্যা ধইরা করানো। এই বইয়ের কোনো পরিবেশক নাই। যদিও তিনজনের নাম দেয়া আছে বইয়ে পরিবেশক হিসাবে। তিন জনই অপারগতা প্রকাশ করেছেন এই বইয়ের পরিবেশক হতে ( ভগবান নিজগুনে ক্ষমা করুন আমি ইতিমধ্যে তাদের নাম লিখে ফেলেছি পরিবেশক হিসাবে)। বইয়ের কাগজসমূহ অতিশয় ভালা ( বাথরুমে নানা কামে ব্যবহার যোগ্য)। আগ্রহী হইলে শুদ্ধস্বরে দেখুনগে যদি থাকে দুই একখানা। তবে পরিবেশক আবশ্যক। বইটার ভিতরের বস্তু নিয়া অন্য একদিন বয়ান দিব।
মন্তব্য
শুভকামনা রইলো
ব্যক্তিগতভাবে আমি রবীন্দ্রনাথীয় "বুঝা যায়" টাইপের কবিতাপাঠেই বেশী স্বাচ্ছন্দ্য বোধ করি ...
বই থেকে নিজের পছন্দের দুচারটে কবিতার কিছু লাইন উদ্ধৃত করলে আরো ভালো হতো
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আপনার বইয়ের প্রচ্ছদটা হঠাৎ শকুনের মতো যেভাবে সচলায়তনের প্রধান পাতাটাকে গিলে খেতে ধরেছিল, আমি ভাই ভয় পেয়ে সচলায়তনই ক্লোজ করে দিয়েছিলাম। আসলে কী হয়েছিল ? প্রচ্ছদটা গোটা সচলায়তন পেজটাকে অন্যান্য লেখাজোকাসমেত এমন আনাকোন্ডার মতো ঢেকে ফেলছিলো কেন ?
এখন দেখছি নিরীহ চেহারা নিয়ে নিজের জায়গা স্থিত হয়েছে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদীপম
ভাইহো আমিও ভয় খাইসিলাম যেই পোষ্টাইছি। দেখি হ্যয় সবকিছু খাওয়া শুরু করছে। বাচান বাচান কইয়া চিক্কুর মারছি। ততক্ষনে ঠিক হইয়া গেছে গা।
*********************************************
নিজের ঢাক নিজে বাজানোর বয়ান চমৎকার হইছে।
..তবে ।।আততায়ী একটি কবর।। বইয়ের পাঠক আমার মতো দু'একজন অবশ্যই জুটে যাবে শেষে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুভকামনা থাকল।
শুভ কামনা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অভিযোগ মর্মে জবাব পঠিত বলিয়া গন্য হউক।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আশা করি ইহা পঠিত হইবেক।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
অভিনন্দন!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অভিনন্দন আর শুভ কামনা রইলো ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
নতুন মন্তব্য করুন