আন্তনিও স্কারমেত্তার অন্যরকম উপন্যাস।। দি পোষ্টম্যান।।

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: বিষ্যুদ, ২৬/০৩/২০০৯ - ১২:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আন্তনিও স্কারমেত্তা চিলির তরুন উপন্যাসিকদের মধ্যে অন্যতম । তার উপন্যাসের অন্যতম উপাদান মাটি সংলগ্ন মানুষদের প্রেম আখ্যান। এ উপন্যাসটা এমন একজন মানুষকে নিয়ে যিনি পোষ্টম্যান। তা মাত্র একজন্ মানুষের চিঠি তাকে বহন করতে হয়। প্রথম যখন উনি চাকরিটা পান মনে মনে ভাবেন কি এমন কাজ মাত্র একজন মানুষের ডাক সদর থেকে অনেকদূরে সাইকেলযোগে দিয়ে আসা। কিন্তু কাজে নেমে বুঝতে পারেন তিনি এমন একজন মানুষের কাজ করেন যিনি নিজেই আস্ত এক জগত। নাম তার পাবলো নেরুদা। এই সেই কবি যার লেখা কবিতা চিলির মানুষদের মুখে মুখে। যে কোন ওজুহাতে মানুষ তার কবিতা সুর করে পড়তে পারে চিলিতে। আমাদের যেমন রবীন্দ্রনাথ। সুখে দুখে অভিমানে বিদ্রোহে সব অবস্থাকে যিনি ধরে রাখেন নিজের কবিতায়। কাছেই একটা সরাইখানার এক ওয়েটার মহিলার প্রেমে পড়ে পোষ্টম্যান। কিন্তু তিনি যে অযোগ্য। কিভঅবে পৌছাবেন এই সুন্দরীর কাছে। একদিন নেরুদাকে বলেন এ কথা। নেরুদা সহ একদিন খেতে আসেন এই সরাইখানায়। নেরুদাকে কেন্দ্র করেই মুলত গড়ে উঠে এই প্রেম কাহিনী। মেয়েটার মা মেয়ের তোরঙ্গে একদিন আবিস্কার করেন পোষ্টম্যানের দেয়া নেরুদার কিছু কবিতা। মহিলা আর্তনাদ করে উঠল কেননা তারও সর্বনাশ করেছিল এক মিনশে নেরুদার কবিতা উপহার দিয়ে কি যেন আছে এই কবিতা গুলোতে নেশা ধরায়। তার একই অসুখে তার মেয়ে কুপোকাত । মেয়েকে ডেকে তিনি উপদেশ দেন। নেরুদার কবিতা যেন না পড়ে কেননা এই হতচ্ছাড়া কবিতা গুলোইতো তারও সর্বনাশ করেছিল একদা। কিন্তু ততক্ষনে মেয়ের মুখে মুখে গাওয়া হচ্ছে নেরুদা কবিতা। এবং যা একটি সফল প্রেমে এসে শেষ হয়। অদ্ভুদ ভালালাগা এ উপন্যাসটিতে এর পাশাপাশি ওটে এসেছে নেরুদার নির্বাসনকাল থেকে শুরু করে চিলির এক গুরুত্বপুর্ন রাজনৈতিক সমকাল না পড়লে বইটি পড়ার অনুরোধ জানাই। এ উপন্যাসটি একটি চমৎকার চলচ্চিত্র হয়েছে তার ও নাম দি পোষ্টম্যান। দেখতে পারেন।


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কবিতাগুলো সর্বনাশা, তাই না? হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুহান রিজওয়ান এর ছবি

আপনার রিভিউ পড়ে আশাবাদী হলাম যে বইটা বেশ উপভোগ্য হবে।
...আর মুভিটা কার বলতে পারেন ??

---- -------------------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বই সম্পর্কে বলতে পারবো না... তবে ছবিটা দেখতে পারেন... ভাল্লাগবে... ইনফর্মেশন এখানে পাবেন

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।