ব্যক্তি ও রাষ্ট্রের কবিতা ।।

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ১৫/০৫/২০০৯ - ৯:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমিও তো ভালবাসতে চাও তোমার দেশের মানুষকে
যারা ধীরে ধীরে গ্রাস করে তোমার চাষের জমি
যারা গভীর রাতে কেটে নিয়ে যায়
তোমার ক্ষেতের পাকা ধান

চিন্তাচর্চার জন্য যারা শুক্রবারে নিষিদ্ধ করে তোমাকে
মহল্লার মসজিদে
আর সেই সব আবাল্য বন্ধুরা তোমাকে নাস্তিক বলে
তকমা মেরে এক ঘরে করে রাখে শৈশবের স্মৃতিগুলোসহ
তোমার পাঠকক্ষের জানলার নীচে
যারা মলত্যগ করে যায় চুপিচুপি
যেন ভোরের হাওয়ায় ফুলের গন্ধের বদলে
তুমি তাদের মলের গন্ধ শুকতে পারো।

তুমিওতো ভালবাসতে চাও তোমার দেশকে
যে দেশ তোমার বিপদের সময়
সব দরজা বন্ধ করে রাখে
যে দেশের আইন বিভাগ রাণী মাকড়শার মতো
সঙ্গম শেষে হত্যা করে প্রিয়তমদের

তখন দেশ তোমার কাছে ধোয়াটে,কুহক
যার পাছা আর স্তন কিছুতেই তুমি খুঁজে পাওনা
বছর পাঁচেক পর পর ওরা কারা
চুলাচুলি করে দেশ দেশ বলে !_


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

বিষয়টা সংগত,তবে এরকম ধারা বর্ণনাকে কবিতা না বললে হয় না?

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

জাহেদ সরওয়ার এর ছবি

লেখ যা তোমার খুশি, কেবল তা যেন হয় সাদা কাগজের চেয়ে উতকৃষ্ট_ নিকানর পাররা।

কাকে বলে কবিতা , যদি তা না বাচায় দেশ কিংবা মানুষকে_চেশোয়াভ মিউশ।

*********************************************

জাহেদ সরওয়ার এর ছবি

স্তাদাল তার বিশ্ববিখ্যাত ব্ল্যাক এন্ড স্কারলেট সম্পর্কে বলে আমি ফরাসি সমাজের ধারাভাষ্য লিখেছি।

কবিতাকে কবিতার হাত থেকে মুক্ত করতে হবে। সান্ধ্যভাষাকে যা বুর্জোয়ারা বউয়ের সাথে বিছানায় আওড়ায়, কবি যশোপ্রার্থীরা স্কুলের বালিকা পঠানোর জন্য লেখে সে সব থেকে কবিতাকে রক্ষা করতে হবে_হিমেনেথ।

*********************************************

তানবীরা এর ছবি

ব্যক্তি পড়েছে কিন্তু রাষ্ট্রের তাতে কোন বোধ হয় হয়েছে কিনা কে জানে? বেচারা তাসলিমা, অনুনয়ের উপর অনুনয় করে যাচ্ছে, একটি বার আমায় দেশে আসতে দাও।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নাজনীন খলিল এর ছবি

খুব ভাল লাগল কবি।ধন্যবাদ।শুভেচ্ছা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।