তোমার ঘর এক হাবিয়া দোযখ
তোমার বউ যে দোযখের মালিক (একদার প্রেমিকা)
যার চাহিদার আগুনে ভস্ম হবে
তোমার বই, কবিতা লেখার কাগজ, স্বপ্ন
অই যে গৃহকোনে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে
তোমার ভাবী মৃত্যু, তোমার সন্তান
যার বাসনার লেলিহান আগুনের ভেতর
লেখা আছে তোমার ব্যর্থ কবি জীবন
সাধে কি আর বলছে অধম জাহেদ
কবিদের ঘর থাকতে নেই!
মন্তব্য
হুমম।
এ জন্যই বুঝি কবিরা ঘর ছাড়া হন?
শিশুটিও ছিল, বধূটিও শুয়েছিল পাশে
তবু অন্ধকারে দেখিল সে কোন ভূত!
আলো আধাঁরিতে যাই
স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভেতর অদ্ভুদ এক বোধ কাজ করে।
*********************************************
সম্প্রতি বিডি আর্টসে অনেক পুরানো একটা সাক্ষাতকার পড়লাম। অনেকেই ছিলেন ওখানে। শামসুর রাহমান, আবু কায়সার, আলতাফ হোসেন, সাজ্জাদ শরীফ, ব্রাত্য রাইসু, আদিত্য কবির, আনিসুল হক...
ওখানে শামসুর রাহমানের জাহেদ সরওয়ারের বচনে বিশ্বাস দেখা গেলো অনেক। আফসোস দেখলাম।
নতুন মন্তব্য করুন