দিওয়ান-ই-জাহেদ সরওয়ার - ২

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: বিষ্যুদ, ০২/০৭/২০০৯ - ৯:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কুয়াশার ভোরে ঝাপসা তুরাগ নদীর মতো
অসার এ জীবন ঢেকে যায় বরফে
চেরাগ জ্বলা গহীন গ্রামীণ নীরবতা

তোমার জীবন কি শুধু শূন্যতার ইবাদত
আবার কখনো হেসে উঠবে কী রোদ
দেখবে কী নতুন কোনো উষা

তোমার জীবন সরওয়ার
ঢেকে আছে অনন্ত পাপের চাঁদরে।


মন্তব্য

জিফরান খালেদ এর ছবি

আধুনিক রুবাইয়াত পইড়া অস্বস্তি লাগলো একটু; ব্যাপারটাতে কেমন একটা জোর করার মতো ব্যাপার আসে। ফ্লো পাইলাম না। প্রথম তিনটা লাইনেই ভাব-এর উল্লম্ফন আসে মনে হইলো।

আর, বিমূর্ত শব্দের ব্যবহারও বেশি অনেক অল্প জায়গাতেই। তবু এইটা একটা স্তবক মনে করায়ে দিলো, এই কারণে স্বীকার করতে হইতাসে, এইটার কোনো না কোনো একটা শক্তি আসে।

nothing.
we are
emptiness

(রুমি, এম্পটিনেস)

হাসান মোরশেদ এর ছবি

যখন একজন বাজীকর দুহাতে বল
লুফতে লুফতে একটি বল ধরতে
ব্যর্থ হয়, তখনই সে, কি আশ্চর্য্য,
আমার কাছে আস্ফালন করতে থাকে... ( জীব্রান)

চলুক মাশা। পড়তে থাকি।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ভুতুম এর ছবি

চলুক

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।