১ | লিখেছেন জিফরান খালেদ (তারিখ: শুক্র, ০৩/০৭/২০০৯ - ৪:৪৯পূর্বাহ্ন)
আধুনিক রুবাইয়াত পইড়া অস্বস্তি লাগলো একটু; ব্যাপারটাতে কেমন একটা জোর করার মতো ব্যাপার আসে। ফ্লো পাইলাম না। প্রথম তিনটা লাইনেই ভাব-এর উল্লম্ফন আসে মনে হইলো।
আর, বিমূর্ত শব্দের ব্যবহারও বেশি অনেক অল্প জায়গাতেই। তবু এইটা একটা স্তবক মনে করায়ে দিলো, এই কারণে স্বীকার করতে হইতাসে, এইটার কোনো না কোনো একটা শক্তি আসে।
মন্তব্য
আধুনিক রুবাইয়াত পইড়া অস্বস্তি লাগলো একটু; ব্যাপারটাতে কেমন একটা জোর করার মতো ব্যাপার আসে। ফ্লো পাইলাম না। প্রথম তিনটা লাইনেই ভাব-এর উল্লম্ফন আসে মনে হইলো।
আর, বিমূর্ত শব্দের ব্যবহারও বেশি অনেক অল্প জায়গাতেই। তবু এইটা একটা স্তবক মনে করায়ে দিলো, এই কারণে স্বীকার করতে হইতাসে, এইটার কোনো না কোনো একটা শক্তি আসে।
nothing.
we are
emptiness
(রুমি, এম্পটিনেস)
যখন একজন বাজীকর দুহাতে বল
লুফতে লুফতে একটি বল ধরতে
ব্যর্থ হয়, তখনই সে, কি আশ্চর্য্য,
আমার কাছে আস্ফালন করতে থাকে... ( জীব্রান)
চলুক মাশা। পড়তে থাকি।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
নতুন মন্তব্য করুন