৩ | লিখেছেন হিমু (তারিখ: শনি, ১১/০৭/২০০৯ - ৬:১৬পূর্বাহ্ন)
আমি যতদূর জানতাম, রুবাইয়াত হয় চার লাইনের, ছন্দের ধরণ হচ্ছে ক-ক-খ-ক কিংবা ক-ক-ক-ক। আরবিতে রুবাইয়াত মানেই চার লাইনের স্তবক। আপনার কবিতাটি রুবাই ছাড়া আর যে কোন কিছুই হয়েছে।
একটা উদাহরণ দিই বরং। নিচেরটা রুবাই।
মনের গেলাস স্মৃতির সুরাতে চুবাই
মিছে যত জ্বালা স্মরণসাগরে ডুবাই
ছয় লাইনের কবিতা, হে প্রিয় জাহেদ
আর যা-ই হোক, হবে না কখনো রুবাই।
৫ | লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: রবি, ১২/০৭/২০০৯ - ১১:০৩পূর্বাহ্ন)
হিমু
আপনি ঠিক। আসলে রুবাই মানে ফার্সিতে চারমাত্রার শ্লোক। কিন্তু রুবাইয়াত জিনিসটা ওমর খইয়াম পড়তে পড়তে যেন আধ্যাত্বিক কবিতার মেটাফর হয়ে গেছে। এই লোভে চালাচ্ছিলাম। তবে আমি সবসময় মনে করছিলাম যে এটা যে কোনো মুহুর্তে পরিবর্তন করবো। আপনি মনে করাই দিলেন। ধন্যবাদ।
আমার আত্মা বোমায় দু'হাত উড়ে যাওয়া কোনো আফগান শিশুকন্যা।
মন্তব্য
______________________________________
বৃষ্টি ভেজা আকাশ
______________________________________
লীন
আমি যতদূর জানতাম, রুবাইয়াত হয় চার লাইনের, ছন্দের ধরণ হচ্ছে ক-ক-খ-ক কিংবা ক-ক-ক-ক। আরবিতে রুবাইয়াত মানেই চার লাইনের স্তবক। আপনার কবিতাটি রুবাই ছাড়া আর যে কোন কিছুই হয়েছে।
একটা উদাহরণ দিই বরং। নিচেরটা রুবাই।
মনের গেলাস স্মৃতির সুরাতে চুবাই
মিছে যত জ্বালা স্মরণসাগরে ডুবাই
ছয় লাইনের কবিতা, হে প্রিয় জাহেদ
আর যা-ই হোক, হবে না কখনো রুবাই।
শিখলাম!
মাশা ভাই মন্তব্যের উত্তর দিলেন, এটাও দারুণ!
হিমু
আপনি ঠিক। আসলে রুবাই মানে ফার্সিতে চারমাত্রার শ্লোক। কিন্তু রুবাইয়াত জিনিসটা ওমর খইয়াম পড়তে পড়তে যেন আধ্যাত্বিক কবিতার মেটাফর হয়ে গেছে। এই লোভে চালাচ্ছিলাম। তবে আমি সবসময় মনে করছিলাম যে এটা যে কোনো মুহুর্তে পরিবর্তন করবো। আপনি মনে করাই দিলেন। ধন্যবাদ।
আমার আত্মা বোমায় দু'হাত উড়ে যাওয়া কোনো আফগান শিশুকন্যা।
*********************************************
উরে! কন কি!
চলেন তালেবানের বিরুদ্ধে রেভেঞ্জ নেই!
নতুন মন্তব্য করুন