কেন তুমি বলো 'আমার আত্মা'
আত্মা কি তোমার হতে পারে কখনো ?
শুধু সার ভর্তি দেহটাই তোমার
যা শুধু গোরস্তানের মাটিকেই উর্বর করে
আর যতসব বস্তাপচাঁ সুখের আকর
যার ভেতর লুকিয়ে থাকে
আত্মা নামের বিদ্যুত।
দেহে মাংশ বাড়াতে বাড়াতে
কামে আর ঘামে তুমি অচেনা করে তোলো তাকে।
অধম জাহেদ
আত্মা পরমমহাবিশ্বের সাথে তোমার
সম্পর্কের অস্থায়ী বুনিয়াদ।
মন্তব্য
কবিতাটি পাঠ করে ভাল লাগল।
আমার আত্মা বোমায় দু'হাত উড়ে যাওয়া কোনো আফগান শিশুকন্যা।
*********************************************
খুবই ভাল লাগল----চলুক জোর কদমে
নতুন মন্তব্য করুন