মাথার ওপর অভিমানি মেঘ ঘুরাফেরা করে।
শীতল বাতাস ভেদ করে দেহ-
বিকেলে কেমন বিষন্ন হয়ে আসে জংশন।
রেলওয়ের লাল দালানগুলোর দিকে তাকিয়ে ভাবি
-রেলওয়ের দালানগুলো কেন গুমোট লালে ভরা।
একটি মেশিন গেথে নিয়ে যায় অনেক লরি-
ভেজা বিকেলে ক্লান্ত জংশন, তার ঘুমন্ত কুকুর
আর ভিখিরিরা আড়চোখে দেখে শিশুদের দূরন্ত অট্টহাসি।
কোথাও শেখলে বাধা আছে আমার শৈশবের একটি পা
সমান্তরাল রেললাইন বেয়ে
ছুটে চলে চোখ- শোকাহত হয়ে ফিরে আসে।
হৃদয়হীন এই দেহ টেনে নিয়ে যাই
রেলিঙ থেকে রেলিঙে একটি শালিক নাচে
হৃদয় আছে শ্রীপুরে ইশার কাছে।।
মন্তব্য
ভাল লাগল না।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
খাসা হয়সে... ভাল লাগল।
গদ্য ছাড়েন মিয়া। আপনার রিভিউ গুলা বেশ লাগে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কবি ,বানান একটু খেয়াল কইরা
কবিতা কেমনে ভালো হয়, কেমনে মন্দ হয় আমি বুঝিনা । বোঝি আমারে ছুঁতে পারে কিনা?
কি জানি, চেনা জায়গা নিয়ে কবিতা বলেই কিনা, ছুঁইয়ে গেলো কিন্তু । আমি ও এরকম এক বিকেল কুলাউড়া জংশনে দাঁড়িয়ে ছিলাম
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মার্ক টালির একটা সাক্ষাৎকার পড়ছিলাম । এরকমই বলছেন-সবচেয়ে অভিজ্ঞতালব্দ ভ্রমন হলো ট্রেন ভ্রমন । খুব গতিশীল নয় ,খুব শ্লথ ও নয় । চলতে চলতে চারপাশের বদলে যাওয়াটা ধরতে পারা যায় ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান ভাই
আপনার কথা ভেবে দেখবার মত। সাথে এও বলি। ইংরেজ সাহিত্যিক জর্জ বার্নাড শ একটা মামলা পরিচালনা করছিলেন ইংরেজী ভাষার বিরুদ্ধে। তিনি মত দেন ইংরেজী ভাষাটা অবৈজ্ঞানিক। অতপর তিনি মারা যাওয়ার সময় বেশ কিছু অর্থও রেখে যান মামলাটা যেন ভাল ভাবে পরিচালনা করা যায়। আমিও বাংলা বানানের বিরুদ্ধে একটি মামলা করতে চাই। এটা অবৈজ্ঞানিক। মনে হয় অনেকগুলো বানান পরিবর্তন করবার সময় এসছে।
*********************************************
ব্যাটা আইরিশ হুলিগান,আমার খুব পছন্দের মাস্তান । নাক উঁচু ইংরেজরা এসব কারনে ওরে তেমন কদর করেনা ।তাতে অবশ্য বার্নার্ড এর কিছু যায় আসেনা
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
একদম হাচা কইলেন
*********************************************
নতুন মন্তব্য করুন