আততায়ী ও একটি কবর

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: বুধ, ১৫/০৮/২০০৭ - ২:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টিতে ভিজেছে কবরের ঘাষগুলো
কবরের সাথে লেপ্টে আছে তোমার দেয়া ফুল
আর বুকের ওপর উজ্জল হয়ে আছে তোমার পদচিহ্ন
ট্রিগারে তোমার আঙ্গুল, মনে পড়ে গুলির শব্দ!
কাকদের পাখসাট আর মেঘেদের গর্জন-

এইতো আমি বুঝতে পারছি ভিজে উঠছে কফিন
আমাকে হত্যার পর প্রতিদিন তোমার গোপন অশ্রুতে


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

আততায়ী সদি আসলেই কাঁদতো!

পাখসাটশব্দটা কি একটু ব্যখ্যা করা যায়?
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

Sadiq এর ছবি

bhalo হাসি

pakhir pakhar (dana) shat shat shobdo is pakhshat. ki kow, masha?

নজমুল আলবাব এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।