এ রকমই এক মধ্যরাতে
তুমি এসে দাঁড়াবে আমার জানলায়
খোলা মেড়ুসা চুলে-
মেঝেতে পা টানার শব্দে
কেঁপে উঠবে প্রতিবেশী প্রেতাত্মারা
তোমার বুকের ছুরিবিদ্ধ ক্ষতস্থান থেকে
রক্ত ঝরিয়ে তুমি দিয়ে যাচ্ছ যাত্রাপথের চিহ্ন
তোমার চোখে প্রেম, যাত্রা মহাকালের দিকে
এ রকমই এক মধ্যরাতে, অভিসারে-
অই ছুরিটি আমি তোমার বুকে বিদ্ধ করেছিলাম।
মন্তব্য
হ্যাঁ, এরকমই এক মধ্যরাতে..ভাল্লাগছে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
প্রেমিক খুনী হয়, নাকি খুনীই প্রেমিক?
এই যে কবি মহাশয়,থাকেন কই আপনে? ভালো তো?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
জলিল ভাই বহুদিন পর কেমন আছেন?
*********************************************
হাসান আছি আপনি ভাল আছেন তো? একটু ব্যস্থতা...
*********************************************
নতুন মন্তব্য করুন