সমুদ্র বিষয়ক কবিতা

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শনি, ১৩/১০/২০০৭ - ১১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

'প্রত্যেক মানুষের ভেতর একেকটি সমুদ্র আছে'
এ নাক্ষত্রিক উক্তি শুনেছিলাম একটি মঙ্গোলিয়ান সিনেমায়
মুহুর্তেই শুরু হয়েছিল জলবিদ্যুতের খেলা
উত্তাল ঢেউয়ের ভেতর কলকল শব্দে
ভরে উঠেছিলো কলকাতার যমুনা প্রেক্ষাগৃহ
যেন কত যুগ ধরে ভুলেছিলাম এই ভয়ংকর সত্যটি

গেল বছর আমার প্রেমিকা[প্রাক্তন]
পাগল হয়ে উঠেছিলো সমুদ্রের কাছে যাবার জন্য
কতবার তাকে চুবিয়ে মেরেছি নিজের সমুদ্রে
কি এক দুবোর্ধ্য টানে ব্যথিত ছিল সে
আমি দাড়িয়েছিলাম সমুদ্র থেকে দশহাত দুরে
আর শারমিন- সমুদ্র সমুদ্র বলে দুহাতে
জল ছিটোতে ছিটোতে চলো গিয়েছিলো গভীর সমুদ্রের দিকে
সে আর ফিরে আসেনি

প্রতি বছর দেখি আমার মত অনেক উদভ্রান্ত মানুষ
সমুদ্রের কাছে ছুটে আসে , তারা উল্ললাস আর মদের ভেতর ডুবিয়ে দেয় আত্মহত্যা, গুপ্ত ষড়যন্ত্র আর স্ত্রী হত্যার গল্প

সমুদ্র এক বুড়ো জুয়াড়ী নাম
সে বাস করে প্রত্যেক মানুষ নামের ছদ্মবেশী জুয়াড়ীর ভেতর


মন্তব্য

শ্যাজা এর ছবি

ভালো লাগলো মাশা...


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

হাসান মোরশেদ এর ছবি

সমুদ্র এক বুড়ো জুয়াড়ী নাম
সে বাস করে প্রত্যেক মানুষ নামের ছদ্মবেশী জুয়াড়ীর ভেতর

কবিরাই এরকম সত্য কিংবা মিথ্যা সংজ্ঞায়নের বিলাস করতে পারে ।

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জাহেদ সরওয়ার এর ছবি

হাসান বস যিক

*********************************************

তানিম এহসান এর ছবি

সমুদ্র এক বুড়ো জুয়াড়ী নাম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।