প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্পণ করল তার ৫৮তম বছরে। ১৯৫৩ সালে মাত্র ৬টি বিভাগ আর রাজশাহী শহরে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি ভবন নিয়ে দেশের এই ২য় বৃহত্তম সরকারী বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।
৮ই জুলাই ’১০ সকাল ৯টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ প্রশাসন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল কার্যক্রম আরম্ভ করেন। এরপরে শিক্ষক ও ছাত্র সম্মিলিত বিশাল শোভাযাত্রা সিনেট ভবন প্রাঙ্গন হতে যাত্রা শুরু করে কলা ও বিজ্ঞান ভবন সমূহের সামনে দিয়ে ঘুরে এসে শেষ হয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে। অডিটোরিয়ামে সকাল ১০:১৫ তে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ। বিকেলে ছিল শহীদ মিনার প্রাঙ্গনে নাটক আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মিলনায়তনে।
জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই রাবি প্রাঙ্গনেই। বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। খুব স্বাভাবিক ভাবেই তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। আর সেই ছুঁয়ে থাকা ভাল লাগা ঘিরেই এই সংক্ষিপ্ত ছবি-ব্লগ রাবির ৫৭তম জন্মদিনকে নিয়ে। শততম বছরে রাবি প্রাঙ্গনে না থাকতে পারলেও, ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুনরায় উপস্থিত থাকবার আশা রাখি।
২. প্রশাসন ভবন।
সামনে চিরনিদ্রায় শায়িত ঊনসত্তরের গণআন্দোলনে শহীদ প্রফেসর শামসুজ্জোহা
৭. প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ
অতিথি পরিচিতি (বামদিকে দিত্বীয় স্থান হতে): প্রফেসর এম. আব্দুর রহমান, কোষাধক্ষ্য, রাবি; জনাব ফজলে হোসেন বাদশা, এম.পি. রাজশাহী, (অ্যালামনাই রাবি); জনাব নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; প্রফেসর ড. এম. আব্দুস সোবহান, উপাচার্য, রাবি; অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, (অ্যালামনাই রাবি); প্রফেসর মুহম্মদ নুরুল্লাহ, উপ-উপাচার্য, রাবি; প্রফেসর ড. এম. এ. বারী, রেজিস্ট্রার, রাবি।
৮ জুলাই, ২০১০।
মতিহার চত্বর, রাবি।
[তথ্যসূত্রঃ
১ রাজশাহী বিশ্ববিদ্যালয় ডায়েরী ২০১০
২ রেজিস্ট্রারের ভাষণ, প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ২০১০]
মন্তব্য
মতিহারের ক্যাম্পাসে আমার আব্বা পড়েছেন, চাচারা পড়েছেন। অনেকবার যাওয়ার ইচ্ছে থাকলেও একবার শুধু এর পাশ দিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। একসময় শুনতাম মতিহারের ক্যাম্পাস নাকি সবচেয়ে সুন্দর ক্যাম্পাস।
নিজের বিশ্ববিদ্যালয় নিয়ে ছবিব্লগে একটা নতুনত্ব আছে। রাজশাহীকে অনেক ভালোবাসেন তা বোঝা গেল।
আসলেই নিজের বিশ্ববিদ্যালয়ের আবেদন অন্যরকম।
মতিহার ক্যাম্পাস কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সবচেয়ে গোছান সবুজ ক্যাম্পাস। আশা রাখি অচিরেই একদিন ঘুরে দেখবার সময় পাবেন। আমি থাকলে তো অটো দাওয়াত রইলই।
অনেক ধন্যবাদ আপনাকে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কদিন আগেই তোমাদের ওখান থেকে ঘুরে এসেছি। তাই খুব চেনা চেনা লাগলো। আমার এক খালা আর খালু পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তখন যাওয়া হয় নি। এতদিন পরে এসে তোমার কল্যাণে দেখা হলো।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
তোমার ভাল লেগেছে সেটা জেনেই ভাল লেগেছে। মনে পড়ল শহীদ স্মৃতি সংগ্রহশালা দেখান বাকি রয়ে গেছে, সাথে আরও কিছু। আবার আসবে যখন তখন হবে। বাকি থাকা ভাল কিছু কিছু জিনিস, আগ্রহ জিইয়ে থাকবে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
রাজশাহীতে কখনো যাওয়া হয়নি। নাটোর পর্যন্ত গেছিলাম। রাবি খুব সুন্দর লাগলো। ঘুরতে যেতে হবে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ তোমাকে।
ইচ্ছে ছিল আরো কিছু ছবি দেব, কিন্তু অনুষ্ঠানের মাঝে ছবি তোলা হয়ে ওঠে নাই। আরেকটা ব্যাপার হল, কেন জানি না, রাবির এত ছবি তুলেছি আজ পর্যন্ত, অথচ খুব কম সময়েই আমার ছবিগুলি পছন্দ বা মনমত হয়। মনে হয় ছবিতে রাবি-র সৌন্দর্য্য সেভাবে ফুটে ওঠে না!
নাটোর থেকে রাজশাহীতো মাত্র ৪০ মিনিটের পথ। বেশ, দেশে ফিরলে তো অবশ্যই আসবে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমার প্রথম স্মৃতি রাজশাহীর। তালাইমারি নামের একটা জায়গায় থাকতাম। আড়াইবছর বয়সে ঢাকায় চলে আসি।
__________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
- প্যারিস রোড, নামটা মজার। লাভরোড নাই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা হা হা। লাভ রোড আছে কিনা জানি না আসলে। তবে এটা বলতে পারি প্যারিস রোড ধরে আনমনে একা একা হাঁটাহাঁটি করতে থাকলে আপনি একসময় নির্ঘাত এর প্রেমে পড়ে যাবেন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভর্তি পরীক্ষা দিতে গিয়ে খালেদা জিয়া হলের পাশের পুকুরের পাড়ে অনেকক্ষণ বসে ছিলাম। সেও অনেককাল আগের কথা- ১৯৯৭ সালে! পুকুরের ওই পাড়ে বসে থাকা মেয়েগুলো এখন কোথায় আছে, কেমন আছে- কে জানে!
আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের! আমি মাঝে মাঝে যাই তো!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বেশ তো, এবার আসলে আওয়াজ দিয়েন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমি গেছিলাম ২০০৫ এ, দারুণ সুন্দর ক্যাম্পাসটা! আবার যাওয়ার ইচ্ছা রাখি!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আরে ব্বাস! তারকাখচিত করবার অধিকারী হয়ে যাবার অভিনন্দন প্রিয় ট্রাভেলোগ লিখিয়ে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন