ত্রি-০৪

যান্ত্রিক এর ছবি
লিখেছেন যান্ত্রিক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১০:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

০০১। ভালবেসেই জাতটা গেল
বাসার আগে
ছিলেম ভাল।

০০২। বুকের মধ্যে গোলাপ বিঁধে
বসেছিলেম বাড়ির ধারে
মাড়িয়ে গেলে।

০০৩। বহুকাল ভেবেছি
বহুকাল ভেবেছ
ভাবনাগুলো সুতোয় বেঁধে কার হাতেতে দিয়েছ?

০০৪। বেঁধেছো চুল লাল রিবনে
তাইতো বলি গোলাপগুলো কোন বনে ?
দেখছি এখন চুলের মধ্যে গোলাপ কেম্নে প্রহর গোনে।

০০৫। মরূর গোলাপ বলছে কেউ
আমি বলি , জলের অভাব
তোমার মধ্যে নেই একটুউ।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

মজা লাগলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।