শ্বাশত সূর্যমুখী

নীল রোদ্দুর এর ছবি
লিখেছেন নীল রোদ্দুর [অতিথি] (তারিখ: বুধ, ০১/১০/২০০৮ - ১২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উদীয়মান সূর্যের দিকে চেয়ে আছি
এক চক্ষু মেলি,
আরেক চক্ষু আঁধারে দিয়েছি জলাঞ্জলি।
সবুজ পাতায় শিশির ঢল,
মনের গহীনে ঝড়ের মাদল;
বৈপরীত্যের দ্বন্দে জয়ের পালাবদল।

আঁকছি দিনের নতুন সীমা,
দেয়াল ভাঙ্গার তীব্র নেশা,
বাঁধা; তবু লড়ে যেতে ভালোবাসা,
এভাবেই স্বপ্নের জমিনে খুঁটি গাঁথা।
দেখি সূর্যের নতুন নিশানা।

চাই শুধু একগুচ্ছ স্বাধীনতা,
আর ভালোবাসার উষ্ণতায়
শ্বাশত সূর্যমুখী হয়ে ফোঁটা।


মন্তব্য

নীল রোদ্দুর এর ছবি

--নীলকণ্ঠ

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।