মুহূর্তিকা-২

নীল রোদ্দুর এর ছবি
লিখেছেন নীল রোদ্দুর [অতিথি] (তারিখ: শুক্র, ০২/০৭/২০১০ - ১২:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

#৪
সুদূরে তোমার লাজুক বধূ

আমার মতন মানুষ গুলো,
হয়ত এমন এলোমেলো।

সুর তুলেছে মনের মাঝি,
হৃদয়মাখা গভীর তুমি।
কথায় আমি প্রেম না বুঝি;
কাব্যে তাই তোমায় বলি,
খুব যে তোমায় ভালোবাসি।

ছুঁয়েছি ঐ চোখ দুটি,
ছুঁয়েছি ঐ চাপা হাসি।
এই যে আমার জাগরণে,
খেলছ তুমি মায়ায় মৌতাতে।
নিত্য মোরা স্বপনে ভাসি,
তোমারই জন্যে তুমি আমি।

সুদূরে তোমার লাজুক বধূ;
হিয়ার ছোঁয়া অদূর তবু।
ঘুম পাড়াবো আদর করে,
চেয়ে রব আলতো স্বরে,
ঘুড়িতে আঁকি তোমার ছবি,
আমায় দেখে হাসে রবি।

#৫
এইতো তোমার কাছেই আছি

তোমার জন্য গল্পগুলো জমিয়ে রেখে,
চলছি পথ আনমনেতে;
ভাবছি আমি পথের শেষে,
দেখা হবে আমাতে-তোমাতে।
কথা হবে নতুন রঙ্গে,
আঁকবো ছবি নতুন ঢঙ্গে;
তুলিতে জড়াবো তোমার হাসি,
সুর তুলিবে তোমার বাঁশি।
এইতো তোমার কাছেই আছি,
মনে মনে মন ছুঁয়েছি,
হৃদয় দিয়ে বেধেছি হৃদি।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছড়া ট্যাগ দেয়া কিছু পড়লে পাঠক হিসেবে আমার প্রত্যাশা থাকবে অন্ত্যমিল সহ কিছু পড়তে। সেটা দেখতে না পেয়ে হতাশ হয়েছি।

আরো ভালো লেখা চাই। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

মুহূর্তিকা আরো ছোট হলে ভালো হতো,নাম যখন মুহূর্তিকা তখন এত বড় হলে কেমন জানি লাগে।

প্রথমটা একটু এলোমেলো লাগলো।
পরেরটা বেশ ভালো লাগলো।

মুহূর্তিকা চলতে থাকুক,ভালো থাকুন।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।