প্রজ্ঞা

নীল রোদ্দুর এর ছবি
লিখেছেন নীল রোদ্দুর [অতিথি] (তারিখ: শুক্র, ২৬/১১/২০১০ - ১০:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাবা, ঐটা কি?

-মন্দির

মন্দিরে কি হয়?

-ঐখানে ঠাকুর আছে, লোকে ঠাকুরকে পূজো দেয়।

পূজো কি বাবা?

বাবা চিন্তায় পড়ে যায়, এইটুকু মেয়েকে কি করে বোঝাবে, পূজো কি!

 

সেদিন অহনা বোঝেনি, পূজো কি। মা পরে শিখিয়েছে, ঠাকুর কি, কিভাবে পূজো দিতে হয়। মায়ের সাথে আয়োজনে কত্ত বসেছে সে। মা তো খুশি, ঠাকুর খুশি হোক না হোক!

 

অনেক বেলা গড়াল। অহনা কাউকে শুধায় না, পূজো কি? একদিন ঠাকুরকেই শুধিয়েছিল, তোমাকে কেন পূজো করব? ঠাকুর চুপ!

 

 মন্দির তার হৃদয়ে, সেখানে চিরকাল তার মাথা উঁচুই থাকবে।

 


মন্তব্য

সবজান্তা এর ছবি

শেষ লাইনে এসে তালগোল লাগলো। শেষ পর্যন্ত কি বিশ্বাসকেই প্রমোট করলেন ?


অলমিতি বিস্তারেণ

নীল রোদ্দুর এর ছবি

আমি তো ভেবেছিলাম বুঝবেন। হাসি.
--------------------------------------------------------
দেখা হবে সত্য, সুন্দর আর মুক্তচিন্তার আলোকে;
যদি লক্ষ্য থাকে অটুট, দেখা হবে বিজয়ে।

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

কৌস্তুভ এর ছবি

ভালই চলছিল, কিন্তু শেষ লাইনটা আমিও বুঝলাম না... মন খারাপ

অতিথি লেখক এর ছবি

শেষ লাইনের মাহাত্ম্য কী?

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

শেষ লাইনে আসলেই গুবলেট হয়ে গেল মন খারাপ

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

শেষ লাইনে আসলেই গুবলেট করে ফেললাম মন খারাপ

নীল রোদ্দুর এর ছবি

হায় হায়, এইবার তো আমিই বোকা বনে গেলাম। ইয়ে, মানে...

ঠাকুর তো চুপ হয়েই গেছে!
ব্যাপার তো আসলে ডোপামিন ঘটিত। হাসি
http://mukto-mona.com/banga_blog/?p=9739
http://mukto-mona.com/banga_blog/?p=11643

এইগুলো পড়ে দেখতে পারেন, ফকফকা হয়ে যাবে।
আর শেষ লাইনের মাহাত্ম্য?
হৃদয়ে ভালবাসা থাকে, শ্রদ্ধা থাকে, হৃদয়ের সামনে কি মাথা নত করা যায়? আর ভালোবাসায় ঠাকুরের প্রাপ্তি কতটুকু? পুরাই কৌতুক!.
--------------------------------------------------------
দেখা হবে সত্য, সুন্দর আর মুক্তচিন্তার আলোকে;
যদি লক্ষ্য থাকে অটুট, দেখা হবে বিজয়ে।

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

উপস্থাপন ভঙ্গির তুলনা নাই। বিষয়বস্তু আরেকটু পরিস্কার করা গেলেই কাম সারছিলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।