কবিতাগুচ্ছ- বদ্দা'র লাইগা

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শুক্র, ০৬/০৭/২০০৭ - ৫:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.

ভুলের খতিয়ান
____________________

কপোতের ডানা বেয়ে কোন এক
প্রথম সূর্যালোক,
ছুঁয়েছিলো বুঝি তোমার চিবুক
আর ঐ দুটি চোখ?

আমি তো বুঝি না ঠিক প্রত্যুষের মান অভিমান,
পান্ডুলিপি জুড়ে তাই পৌনঃপুনিক ভুলের খতিয়ান।

২.

একদিন বৃক্ষ হতে চেয়েছিলাম
___________________________

একদিন বৃক্ষ হতে চেয়েছিলাম।

ইচ্ছে ছিলো-
আমার ভালোবাসার শেকড় প্রোথিত হবে মৃত্তিকা নাভীমূলে,
ছুঁয়ে যাবো সমস্ত অস্তিত্ব-তর্জন একান্ত অন্ধকারের নিমর্জনে।
ঠিক কোন প্রাগৈতিহাসিক স্মৃতিচিহ্নের মতো আগলে রাখবো
পরম মমতায় অনন্তকাল।

ইচ্ছে ছিলো-
বীরদর্পে মাথা উচুঁ করে দাঁড়িয়ে বিস্তৃত করবো হৃদয়ের বিশ্বাস,
ক্রমশ: প্রলম্বিত হবে শ্যামল কায়া জাগতিক আলিঙ্গনে। আর-
সোনালি রোদ্দুরে কিংবা রূপোলি চাঁদোয়ায় বাতাসে বাতাসে
বাজাবো মিলনের বাঁশি।

ইচ্ছে ছিলো-
ফাগুনের আগুন জ্বালিয়ে বুকে আদিম সখ্যতার উষ্ণ আবেশে
মাতাল হবো কোন এক নিদাঘকালে। জন্মাবধি আমার অব্যক্ত
হাহাকার পূর্ণতার বিউগলে মায়াবী সুর তুলবে এই নবীনা বসন্তে
হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে।

না, বৃক্ষ হতে পারিনি।
তাই কেবল মৃত্যু হয়ে ঘুমাই তোমার বুকের পরে'।
তুমি কি আমার অস্তিত্ব টের পাও না?

৩.

দিয়াশলাই প্রেম
___________________________

তুমি তো পারো না জ্বালাতে হৃদয়ে
প্রেমের হোমশিখা,
দুর্দৈবের করাল গ্রাস ছিন্ন করে ফোটাবে
করপুটে রক্তকমল-
তেমন ঐশ্বর্য্য ও তোমার নেই।

তুমি শুধু নির্বিকার চেয়ে দেখো
সবুজ টিয়ের ডানা ঝাপটানোর স্বপ্ন
ব্যর্থ যুবকের হাতের মুঠোয় গলিত স্তন
আর-
আর চেয়ে চেয়ে দেখো
এ যুগের দিয়াশলাই প্রেম।

** ২য় কবিতাটি বাংলালাইভের আই.পত্রিকাতে প্রকাশিত।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

'ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো'
কবিতা টেনে নিয়ে এলো কবিতা ।

পড়লাম । আরো পড়ার অপেক্ষায় ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

ঠিক ধরেছেন। ওটার প্রভাব সুস্পষ্ট। খুব প্রিয় কবিতা বলেই হয়তো।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

ভালো লাগলো। বিশেষ কইরা ৩ নম্বরটা।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

তীরন্দাজ এর ছবি

খুব ভাল লাগলো!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অমিত আহমেদ এর ছবি

ভাল্লাগলো হাসি


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

ঝরাপাতা এর ছবি

অনেক অনেক কৃতজ্ঞতা বদ্দা, তীরুদা, অমিত ভাই।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।