১.
একটি-
কুয়াশাঘন সকাল,
ভোরের প্রথম আলোক
ছুঁয়ে যাক ওই রাঙা দুটি গাল।
২.
একটি
ক্লান্ত দুপুর,
মেঘবালিকার ডানায়
পাড়ি দেই চলো সাত-সমুদ্দুর।
৩. একটি
পড়ন্ত বিকেল,
গোপন সখ্যতায় এসো
হাত ধরাধরি করি, হই উদ্বেল।
৪. একটি
গতানুগতিক সন্ধ্যা,
নিস্তরঙ্গ জলে ভাসি-
দুজনায়, ঝরে যাক রজনীগন্ধা।
৫. একটি
নিঝুম দীর্ঘ রাত,
এসো খুব কাছাকাছি,
বালিকা, করো শরমের যবনিকাপাত।
মন্তব্য
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
শরমের যবনিকাপাতের জন্য এতো আয়োজন !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বালিকা তো, তাই একটু রয়েসয়ে আর কি . .. . .
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
রয়েসয়ে করাই বুদ্ধিমানের কাজ। কোবতে বিপ্লব হয়েছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাহ!
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভাবোদ্রেকতম!!
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
কৃতজ্ঞতা মা.মু, কনফু ও মৃন্ময়কে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন