দেয়াশলাই প্রেম

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ০৩/০১/২০০৮ - ১:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি তো পারো না জ্বালাতে হৃদয়ে
প্রেমের হোমশিখা,
দুর্দৈবের করাল গ্রাস ছিন্ন করে ফোটাবে
করপুটে রক্তকমল-
তেমন ঐশ্বর্য্যও তোমার নেই।

তুমি শুধু নির্বিকার চেয়ে দেখো
সবুজ টিয়ের ডানা ঝাপ্টানোর স্বপ্ন,
ব্যর্থ যুবকের হাতের মুঠোয় গলিত স্তন
আর . . .
আর চেয়ে চেয়ে দ্যাখো-
এ যুগের দেয়াশলাই প্রেম।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

উত্তম



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শেখ জলিল এর ছবি

নামকরণটা পছন্দ হইছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।