আকাশহীনা

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ০৬/০১/২০০৮ - ১২:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমার চোখে স্বপ্ন ওড়ার, আকাশ ছোঁয়ার সাধ,
জানো না এই ছোট্ট উঠোন আর চিলেকোঠার ছাদ-
সম্বল শুধু এইটুকুই বছর বছর ধরে
আকাশটাও ছোট হবে উঠবে যখন বেড়ে।
মা বলবে, যেও নাকো একলা পুকুর ঘাটে,
মোড় পেরুলে বাজবে সিটি- পাড়ার বখাটে।
বাবার কপালে বলিরেখা হচ্ছে মেয়ে বড়ো,
হাওয়ার জানি কতো কথা ভাসছে উড়ো উড়ো।
দাদু বলবে- দেরী কেন? পেরিয়ে গেল কুড়ি,
ঘরকন্নে করবে কখন? হয়ে গেলে বুড়ি?
পড়া লেখা উঠবে শিকোয়, হয়ে যাবে বিয়ে,
তখন তুমি ভীষণ ব্যস্ত স্বামী সন্তান নিয়ে।
হবে না আর আকাশ দেখা স্বপ্ন সারি সারি,
মেঘবালিকার ডানায় চড়ে দূরের দেশে পাড়ি।
ছোট্ট থেকে ছোট্ট হবে- নেই তো অবকাশ,
দেখবে হঠাত হারিয়ে গেছে স্বপ্নভরা আকাশ।


মন্তব্য

অন্দ্রিলা এর ছবি

পড়া লেখা উঠবে শিকোয়, হয়ে যাবে বিয়ে,
তখন তুমি ভীষণ ব্যস্ত স্বামী সন্তান নিয়ে।

পড়া লেখা উঠবে শিকেয়, হয়ে যাবে বিয়ে,
তখন তুমি ব্যস্ত ভীষণ স্বামী সন্তান নিয়ে।

এর'ম হলে কেমন হয়?

কবিতাটা অনেক সুন্দর হয়েছে।

অছ্যুৎ বলাই এর ছবি

পড়ালেখা উঠবে শিকেয়, হয়ে যাবে বিয়ে,
তখন তুমি ব্যস্ত ভীষণ পরকীয়া নিয়ে। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শেখ জলিল এর ছবি

......................

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ অন্দ্রিলা, হুম বেশ লাগছে তো।

বলাইদা, রয়েসয়ে, ভাবী শুনলে হাসি

জলিল ভাই, কি লিখলেন কিছুই তো বুঝলাম না..


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।