সব ফুল ফুটেছে কি?
কোথাও কি নেই নি:শব্দের খেলা?
ঠোঁটের কোণায় জমাট অভিমান,
একটু নীরব অবহেলা?
কোথাও কি নেই পাংশুটে মেঘ?
জলরঙে আঁকা শেষ বিকেলের ছবি,
হাওয়ায় হাওয়ায় উদ্বেগ?
কোথাও কি নেই বিবর্ণ প্রজাপতি?
পলাতক শৈশবের নিদারুন পরিহাস,
জল-জ্যোৎস্নায় ভেজা আকুতি?
সব ফুল ফুটেছে কি?
সব নদী মিলেছে কি সাগরে?
সব পথিক পেয়েছে কি দিশা?
সব পাখি ফিরেছে কি নীড়ে?
সব ফুল ফুটেছে কি?
মন্তব্য
না ফোটেনি।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
কোন কিছুরই সব হয় না
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
সব ফুল ফুটেছে কি?
না।
সব কাঁটা ।
নতুন মন্তব্য করুন