১.
যুগ তপস্যার দিন শেষ,
বেলাভূমি আনত তীর্থ সলিলে-
মিলিত পরাণে খোঁজে ধ্বংসাবশেষ।
২.
আধাঁরে অভিসারে রাত্রির কায়া,
যুগপৎ অস্থিরতা- অবলা সময়
জানে না ধরিতে কভু মাটির ছায়া।
৩.
এমনও কুহক প্রেম,
পতিত-রে করিলে বিবাগী,
ছাই হলো কারু-হেম।
৪.
হাওয়ায় ভাসিছে গান,
তোমা বিনা এ অন্তরীক্ষে
কেমনে বাঁধিব পরাণ?
মন্তব্য
পাষাণে বাঁধিলাম প্রাণ।
পাতা ঝরা মৌসুমে আমরা বৈশাখী হাওয়া।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হুম
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তোফা
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
বেশ আপন আপন লাগলো- পুরোনো দিনের গানের মতন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অসম্ভব ভালো লাগলো প্রতিটিই। খুব পুরনো সময়ের কাব্যর আমেজ পেলাম কেমন।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ধন্যবাদ সবাইকে যারা ক্যাকটাসের খোঁচা উপেক্ষা করেও এই অধমের কাব্যসুধা (!!) পানে আগ্রহী হয়েছেন।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন