হে নাগরিক কবিয়াল সুমন-
তুমিই প্রথম শিখিয়েছিলে দ্রোহের ভাষা,
তুমিই দেখিয়েছিলে দিন-বদলের স্বপন,
তোমার জন্যই লেখা এ গান- আমার ভালোবাসা।
-------------------------------
পথের ধারে কেঁদে কেঁদে একাকার তুমি,
শুধু সাথী তোমার ওই ধুলি ধূসরিত ভূমি।
কান্নার জলে জানি যাবে ভেসে এ শহর,
নাগরিক মৌনতা ভাঙ্গবে না কভু নষ্ট প্রহর।
আজো কেন শিশুরা কাঁদে, কাঁদে ক্ষুধার জ্বালায়,
বলো পৃথিবী, বলো স্রষ্টা, জবাব চাই।
কেন বলেছিলে যদি না দেবে অন্ন ওই মুখে,
স্মরণ করো তোমরা আমায় সুখে-দু:খে।
শিশুরা সুন্দর, নিষ্পাপ যেন একেকটি ফুল,
সবই মিথ্যে, জেনেছি আজি- সবই ভুল।
ফুল কি কভু পড়ে থাকে ওই ধুলিমাখা পথে,
কেন কেউ নিলো না তুলে সেই ফুল নিজের হাতে?
আজো কেন শিশুরা কাঁদে, কাঁদে ক্ষুধার জ্বালায়,
বলো পৃথিবী, বলো স্রষ্টা জবাব চাই।
কেন বলেছিলে যদি না দেবে অন্ন ওই মুখে,
স্মরণ করো তোমরা আমায় সুখে দু:খে।
ওই ম্যানশনগুলো কত-শত সুখী মানুষে ভরা,
কেউ চেয়ে দেখেনি, তুমি পথে একা, দিশেহারা।
কেন মুছিয়ে দিলো না কেউ কষ্টের এই নোনা দাগ,
জন্মই তোমার যেন বিধাতার দেয়া আজন্ম অভিশাপ।
আজো কেন শিশুরা কাঁদে, কাঁদে ক্ষুধার জ্বালায়,
বলো পৃথিবী, বলো স্রষ্টা জবাব চাই।
কেন বলেছিলে যদি না দেবে অন্ন ওই মুখে,
স্মরণ করো তোমরা আমায় সুখে দু:খে।
মন্তব্য
জীবনধর্মী গান। সুর করান নি কোনও?
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
না জলিল ভাই।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
এত সুন্দর সুন্দর লিরিকসগুলা সুর না কইরা রাইখ্যা দিলেন???
তবে তাতেও তেমন একটা ক্ষতি নাই...
শুধু পড়তেও ভালো লাগে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ভালো লিখেছেন।
তবে মাত্রা, তাল, লয়, অন্তমিল এসব নিয়ে কাজ করতে হবে।
দমবেন না।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
সচলে গায়ক/গায়িকা সংকট !
ধন্যবাদ সবাইকে।
রশীদ ভাই,
গানের ক্ষেত্রে তাল-লয় কবিতার সূত্র না মেনেই চলে। কারণ গাওয়ার সময় প্রয়োজনীয় স্থানে প্রলম্বিত করার সুযোগ রয়েছে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন