গর্ভবতী চাঁদের মৃত্যু এবং

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২২/০৩/২০০৮ - ১১:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গর্ভবতী চাঁদেরও বুঝি মৃত্যু হয়!
জল-জ্যোৎস্নার স্রাবে ক্লান্ত হতে হতে
অবশেষে . . .
সেও ঠাঁই নেয় অমবস্যা-জঠরে!

ঠিক তেমনি কোন এক ভরা পূর্ণিমায়
আমিও আমূল মিশে গেছি এই পৃথিবীর পরে-
ধূলি-ভস্ম হয়ে . . .
যেদিন মাধবীলতার মতো জড়িয়ে ধরে
লুট করতে চেয়েছিলাম তোমার সবটুকু জলজতা,
অধর রেখেছিলাম অধরে।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

শেষ তিন লাইন বেশি ভালো লেগেছে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

গতরাতে লিখলেন বুঝি?
গর্ভবতী চাঁদেরও বুঝি মৃত্যু হয়!
জল-জ্যোৎস্নার স্রাবে ক্লান্ত হতে হতে
অবশেষে . . .
সেও ঠাঁই নেয় অমবস্যা-জঠরে!

হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ!

শেখ জলিল এর ছবি

বেশ ভাল্লাগছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

সবাইকে অশেষ কৃতজ্ঞতা মন্তব্যের জন্য।

তারেক,
হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। অনেক ধন্যবাদ।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।