আরো কিছু জল ঝরুক এই অবেলায়,
আরো কিছু মানচিত্র নির্মাণ হোক স্বকীয় অভিমানে;
আরো কিছু বিষাদ ভাসুক হাওয়ার তানপুরায়,
আরো কিছু ঘৃণা উপচে উঠুক দু'চোখের কোণে।
আরো কিছু হাহাকার জমাট বাধুঁক বুকে,
আরো কিছু গোপন কান্না ফেরী হোক রাত্রির অভিসারে;
আরো কিছু অন্তর্জালা পুড়িয়ে খাক করে দিক তনু-মন,
আরো কিছু কষ্টের লাল রং ঝাঁপিয়ে পড়ুক চুপিসারে।
আরো কিছু সময় কেটে যাক নিস্ফল আক্রোশে,
আরো কিছু স্মৃতি ঠাঁই নিক হতাশার বুকপকেটে;
আরো কিছু উন্মত্ত আবেগ ঝড় তুলুক হৃদয়ে,
আরো কিছু পথ পেরুলেই তুমি পৌঁছে যাবে স্বপ্ন-শকটে।
মন্তব্য
আরো কিছু কাব্য গড়ুক অনন্ত সময়!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আরো নিয়মিত ঝরাপাতার লেখা চাই সচলে
আরো বেশি বেশি ঝরার কমেন্ট চাই সকলে।
ঠিক ঠিক!
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আরো কিছু বিষাদ ভাসুক হাওয়ার তানপুরায় ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
- ফলেন মিয়া থাকে কই আজকাল?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেকদিন পর পড়লাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তীরন্দাজ,
অনেকদিন পরে ফিরে এসেই আমার একজন প্রিয় কবির শুভেচ্ছা আপ্লুত করলো খুব।
শিমুল ও হাসান ভাই,
ঝরাপাতা আবার নিয়মিত পাতা ঝরাতে শুরু করতে চায়, তবে আরো কিছু সপ্তাহ সময় লাগবে।
শাহীন হাসান,
অশেষ কৃতজ্ঞতা।
গোধু বস,
এক চাকুরী ছাইড়া আরেকটাতে ঢোকার হ্যাপা অনেক, তার উপর আবার সিলেট থেইকা ঢাকা। তাই একটু দৌড়ের উপর আছিলাম।
পরিবর্তনশীল,
হ্যাঁ ভাই অনেক দিন পর। আপনার বেশ কিছু পোস্ট জমে গেছে নিশ্চয়।
সবাইকে আবারো ধন্যবাদ।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন