কষ্টের কোন রং নেই

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ২৬/০৬/২০০৮ - ৬:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেদনার রং নীল আর কষ্টের রং লাল- এই জেনে এসেছি আশৈশব। কিন্তু সব জানাই সত্যি নয়। সবচেয়ে বড় সত্যি সময়। এই সময়ই মানুষকে জানিয়ে দেয় এতোদিন ধরে তুমি যা জেনে এসেছ সবই ভুল, এতোদিন ধরে যে সৌধ বিনির্মাণ করেছো তুমি হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে মাত্র কয়েক মুহুর্তের ব্যবধানে সে পরিণত হতে পারে ধুসর প্রান্তরে। সেই বিজন প্রান্তরে তুমি একাকী বিধ্বস্ত সৈনিক, যার আর হারানোর নেই কিছুই। ঠিক তেমনি বারংবার রক্তাক্ত হতে হতে একসময় আমিও জেনে গেলাম জীবনের রং কেমন? জীবনের রং ক্ষণে ক্ষণে বদলায়,আর বদলায় বেদনার রং, কষ্টের রং। তাই কষ্টগুলো শুধুই অব্যক্ত কথামালা হয়ে ঠাঁই নেয় স্মৃতির জঠরে, রংহীন অবয়বে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।