ব্যাপার কি ভাই?
ব্যাপার কি ভাই?
মুখ কেন ভাই বাঁধা?
সত্যি কথা কইতে গেলেই
রাগ যে করেন দাদা!
পণ করেছি কইবো না আর
অমন সত্যি কথা,
তবুও দাদা রেগে আগুন-
“মুখ করবো ভোঁতা।”
ভোঁতা মুখের কথা শুনেই
ভড়কে গেছি ভীষণ,
কলিযুগে যুধিষ্ঠিরের
কিইবা প্রয়োজন?
তারচে ভাল কইবো না’তো
দেখব শুধু চেয়ে,
দু:শাসনের রাজ্যে সবাই
থাকব ঘোমটা দিয়ে।
মন্তব্য
ভাল লাগলো পড়ে খুব।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
আমারো বেশ লাগলো।
আমার অবশ্য মনে হচ্ছে, আরেকটা মাত্রা যোগ করলেই ভাল হতো দ্বিতীয় স্তবকের শেষ লাইনে...
নতুন মন্তব্য করুন