বিষন্ন ক্যাকটাস

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ২১/০৮/২০০৮ - ১১:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

তুমি আমায় ছুঁয়ে দেখো।
আমার চোখের জমাট নীলে হাজার কালীদহ,
বুকের ভেতর উতোরচাপান-
বেহুলার ভেলা ডুবছে অহরহ।

২.

গভীরতা বলে কিছু নেই,
থাকলে- আরো গভীরে যেতে দাও।
সাত্ত্বিক পূজারী আমি নই,
তারো বেশি প্রেম দিবো যত তুমি চাও।

৩.

হাতের মুঠোয় সূর্য ধরেছি,
পুরেছি সাগর-আকাশ,
কেবলই অধরা রয়ে গেছে মোর
হাজারো দীর্ঘশ্বাস।

৪.

খোপের ভেতর পায়রা ছিলো
উড়িয়ে দিলাম শূন্যে,
বুকের খোপে স্বপ্ন ছিলো
বিকিয়ে দিলাম পণ্যে।

৫.

বেহুলার ভেলা আসিবে না আর
লুটেছে ডাকাত দল,
কি আশায় তবে বসে ইন্দ্ররাজ?
বুঝিলে না বিধাতার ছল?

৬.

ফের যদি কড়া নাড়ি তব দুয়ারে,
যুগপৎ ভেসে যাবো বুনো-জোয়ারে।


মন্তব্য

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

খুব ভালো লাগলো এবারেরগুলো...

ঝরাপাতা এর ছবি

অনেক অনেক কৃতজ্ঞতা।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

আপনেতো দেখি দুনিয়ার ক্যাকটাসের লট লইয়া বইছেন।
খোপের ভেতর পায়রা ছিলো
উড়িয়ে দিলাম শূন্যে,
বুকের খোপে স্বপ্ন ছিলো
বিকিয়ে দিলাম পণ্যে।
এই ক্যাকটাসটা বেশী উমদা হইছে।
------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

ঝরাপাতা এর ছবি

হ, বাংলাদেশরে মরুভূমি বানায়া জোব্বা আর খেজুরের ব্যবসা করুম ভাবতাছি।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

আমি বরাবরই মুগ্ধ পাঠক....



অজ্ঞাতবাস

ঝরাপাতা এর ছবি

বড়ই সৌভাগ্য।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

মৃন্ময় আহমেদ এর ছবি

পড়লাম।।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অনিকেত এর ছবি

খুব ভালো লাগল

তারেক এর ছবি

দারুন !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটাও ভালো হইছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ঝরাপাতা এর ছবি

মৃন্ময়,
অনেক দিন পরে বন্ধু....

অনিকেতদা,
আমার একটা গান আপনার সুর করার কথা ছিলো . . .

তারেক,
ধন্যবাদ অগনিত....

মা.মু. বস,
কৃতজ্ঞতা অনেক অনেক . . .


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কনফুসিয়াস এর ছবি

হুম, কিন্তু খালি ক্যাকটাস কেন? দুই একটা খেজুর গাছ নিয়া আসেন। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ঝরাপাতা এর ছবি

ইদানীং শুধু ক্যাকটাসই হুল ফোটাচ্ছে, তবুও চেষ্টা করে দেখি . . . .


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

হাসান মোরশেদ এর ছবি

auto
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অন্দ্রিলা এর ছবি

সবগুলি কবিতাই সুন্দর। তবে ৪ নাম্বারটি মুগ্ধতা কাড়লো সবচাইতে বেশি হাসি

আর হাসান মোরশেদ ভাইয়ের ছবি মন্তব্যটি ভালো লেগে গেলো খুব। চুরি করে নিয়ে গেলাম এটা।

ঝরাপাতা এর ছবি

বিডিআর ভাই,
কৃতজ্ঞতা।

গুরু,
কি দিলেন এইটা? চেনা চেনা লাগে.... বাট ইয়াদে আসতেছে না....

অন্দ্রিলা,
পাঠকের ভালো লাগাই লেখকের প্রাপ্তি। আমি ধন্য হলাম আপনাদের সবার মন্তব্যে....


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

'ক্যাকটাস ম্যান '
Odilon Redon এর একটা পেইন্টিং । খুব প্রিয় । একসময় আমি কাজে লাগাতাম
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জিফরান খালেদ এর ছবি

বেশ লাগে পড়তে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।