বৃষ্টিটা হঠাৎ-ই এমন বেয়াড়ার মতো এসে হামলে পড়লো না- তুমি একটুও অবসর পেলে না নিজেকে সামলে নেবার। সে উড়িয়ে নিয়ে যেতে চাইলো তোমার শাড়ির আঁচল, হাজার রাতের নির্ঘুম কষ্ট, দেহের সন্তাপ, আর বিগত জন্মের ক্ষয়ে যাওয়া প্রেম।
আর অমনি তুমিও বুঝি হয়ে গেলে বৃষ্টিকন্যা। প্রথম প্রেমের ভীরু সচকিত স্পর্শের মতো তুমিও কেঁপে কেঁপে উঠছিলে বার বার।
তরুণ জল কি অবলীলায় ছুঁয়ে গেলো তোমার গোলাপ রাঙা অধর, মরাল গ্রীবা, শুভ্র বাহুমূল পেরিয়ে আরো. . . তোমার আরো গভীরে . . . . . কি অবলীলায় তুমি লুন্ঠিত হলে বৃষ্টির কাছে।
ইস্ আগে জানলে আমি নিশ্চিত বৃষ্টি হতাম।
মন্তব্য
আগে জানলে মনে হয় সবাই বৃষ্টি হতে চাইত ।
নিবিড়
আমিও। তবে ঝড় হলেও ভালো হতো।
খুব ভাল্লাগছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ব্যপার কি ঝরা? কেমুন কেমুন লাগে দেহি
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ধন্যবাদ অতিথি এবং পরিবর্তনশীল।
বুবু,
ব্যাপার তেমন কিছু না, কাইলক্যা রাইতে বাসায় ফেরার সময় তুমুল একখান বৃষ্টির তোপে পড়ছিলাম। বৃষ্টি থাইমা গেলেও রেশ থাইকা গেলো, তাই আবজাব একখান ব্লগর ব্লগর নামায়া দিলাম তোমাগো কষ্ট দেওনের লাইগা।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ভাল লাগলো
আহ্... মনে করিয়ে দিলেন- পরজন্মে সাত জনমের অন্ধকার হবো আমি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দারুন দুর্দান্ত !! চলুক!!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ নিরিবিলি।
নজু ভাই,
শেষ লাইনটার মাঝে কিন্তু পত্রীবাবুর ওই লাইনটার ব্যাপক প্রভাব আছে.....
কীর্তিনাশা,
অশেষ কৃতজ্ঞতা।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ইশ রে ....
কি যে অদ্ভুত সুন্দর করে বলেছেন...
ভীষণ ভালো লাগলো আমার।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনার ভালোলাগাই অধমের সার্থকতা। অভিবাদন নিন লেখিকা।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
লেখিকা !...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বৃষ্টিকাতর লেখাটি আমাকে স্পর্শ করেছে। সিগনেচারে এখন থেকে অন্য একটি কবিতা ব্যবহার করতে পারেন কবি আবু হাসান শাহরিয়ারের। আমার সিগনেচারেও তাঁরই কবিতা লক্ষ করে থাকবেন। দুই পংক্তির যে-কবিতাটির কথা বলতে এই মন্তব্য, সেটি :
বৃষ্টিমুখরিত প্রেমে মনও আজ শরীরবিচারী
স্তনে কি লাবণ্য ধরে জলে যদি না-ভেজাও শাড়ি?
.................................................................................
"নোবেল-বুকার নিয়ে এত কেন ফুর্তি করে বোকা পাঠকেরা?/মিডিয়ার উলুবনে সবই যেনতেনপ্রকারেণ।/প্রাচ্যের পদক হাতে স্নানে যায় বনলতা সেন।" -আবু হাসান শাহরিয়ার
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]
'লুটেরা বৃষ্টি....' মন ছুঁয়ে গেল। ভেতরে কিছু রেখেও গেল কিনা পরে বুঝব।
*******************************
'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত'
-সুভাষ মুখোপাধ্যায়
*******************************
'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত'
-সুভাষ মুখোপাধ্যায়
নতুন মন্তব্য করুন