তোমাদের জানালা বেয়ে কখনো নামে না মায়াবী চাঁদ,
কার্নিশ জুড়ে খেলা করে বাহারী মানি প্ল্যান্ট।
শীতাতপের ঘেরাটোপ থেকে বের হয়ে
কখনো নেয়া হয়না মাটির সুবাস, দেখা হয়না
প্রজাপতির ডানায় রোদের ঝিলিক।
তোমাদের গ্রীণ হাউজ জীবনে খেলা করে
মাল্টিকালার বায়বীয় স্বপন, উচ্চতা ভাঙ্গার সাধ,
বুদ হয়ে থাকা স্বেদাক্ত শরীর, নির্জীব রুপোলি ফানুস।
তোমরা বোঝ না নদী আর নারীর ফারাক, দেখো না
ছুঁয়ে কখনো নিথর জলের বুক।
প্রশ্ন রাখি- কতোটা অন্ধ হলে বলো তোমরা অবলীলায়
ভুলে যাও কিশোরী ফুল্লরার কান্না ভেজা মুখ,করুন আর্তনাদ?
আমি শুধু প্রার্থনা করি- তোমরা বেরিয়ে এসো সম্মোহনের
রঙিন পৃথিবী থেকে, ঘুমঘোর ছেড়ে, তোমাদের হৃদয় যেন
হয়ে ওঠে এক চিলতে সুনীল আকাশ।
× এইটা পুরানা লেখা। মডুরা সিগন্যাল না দিলেই হয়।
মন্তব্য
ঠিকাছে
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
কিউট।
কতো পুরনো?
আগে পড়া হয়নি তো!
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বেশ ভাল্লাগ্লো... স্বেদাক্ততে একটু থমকাইসি... মায়াবীতেও হালকা বিতণ্ডা করতে চাইসিলাম... কিন্তু, পরে পুরাটাই মনে হইলো... এই ভাল বেশ...
আমার মনে থাকবে এইটা...
অপূর্ব ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
এই অধমের ভালোলাগার তালিকায় আরো একজন কবির নাম যুক্ত হচ্ছে।
চমৎকার লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কবিতা পুরনো হয়!!??!!
নতুন শুনলাম...
কবিতা তো কবিতাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন