আঁচল পাতো ঘাসে।
আজ আমার সবটুকু বিষাদ দেবো ঢেলে,
সবুজ পাতা পোড়াবো এই বুকের হলাহলে।
আঁজলা ভরে নেবে যত মন খারাপের সুর,
রোদের তাপে বাষ্প হবে দু:খ সমুদ্দুর।
বিরান পথে বিলিয়ে দেব নষ্ট নীড়ের কষ্ট,
দিনবদলের স্বপ্ন'রা সব মলিন, পথভ্রষ্ট।
উপচে দেব দু'চোখ ভরা জমাট কালীদহ,
ভাসিয়ে দিয়ে ব্যাথার আকাশ ছোঁবে অচীন গ্রহ।
ক্লান্তি আমার দূর হবে আজ শিশির ভেজা ঘাসে,
আচঁল পেতে একটু শুধু বসো আমার পাশে।
চাইব না আর ছুঁতে কভু বুকের মাঝের তিল,
অবাক হয়ে রইবে চেয়ে আমার দু'চোখ নীল।
যতই আমায় যাওনা ডেকে কোন কথাই কইব না,
তোমার কোলে মাথা রেখেও তোমার কাছে রইব না।
মন্তব্য
- ঝরু মিয়া আর গল্প লেখেনা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভালো লেগেছে ঝরাপাতা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
খুব ভালো লাগলো পড়ে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অন্তমিল টা ভাল লাগসে.........।
অভিনন্দন.........
বোহেমিয়ান...।।
মনে হলো অনেক বছর পরে ঝরাপাতার লেখা দেখালাম ।
ভালো লেগেছে আপনার কবিতাটি!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
অনেক পুরনো কথা ঘটনা মনে নাড়া দিয়ে গেলো...
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন