একটি অবহেলিত ঘাসফুলের গল্প

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ১৯/০২/২০০৯ - ১১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিত্য যে ফুল ফোটে
তার দিকে তুমি কখনো ফিরেও তাকাওনি।
তাই সে অবাঞ্ছিত ঘাসফুলগুলো
তোমার একটু স্পর্শের জন্য উন্মুখ থেকে থেকে
একসময় সারা জনমের হাহাকার বুকে নিয়ে
আপন অস্তিত্ব লুটিয়ে দেয় ধুলিগর্ভে।
তুমি কখনোই বুঝতে পারো না
তাদের হৃদয়ের গহীন গোপন আর্তি।
অবলীলায় দলে যাও সেইসব তৃষিত সজল চাহনি।
হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস আর বিহ্বলতায়
তুমি কেবল ছুঁয়ে ছুঁয়ে দেখো নার্সিসাস, ক্রাইসানদিমাম।
গ্লাডিওলার সাথে কোমল-গভীর প্রনয় কেবলি ঈর্ষান্বিত করে তাদের।

তাই ওই জিপসি ফুলগুলিরও খুব ইচ্ছে করে
বামনত্ব অস্বীকার করে বুক টানটান করে একদিন
তোমার সামনে দাঁড়াতে যদি ভুল করে তুমি তুলে নাও করপুটে।

তোমার বিশাল পৃথিবীর সুরভিময় হাজার রঙিন ফুলের মাঝে
আমিও তেমনি এক বিবর্ণ জিপসি ফুল-
যার কথা তুমি
কোনদিনও জানতে পারবে না।


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

গল্পটা ঘাসফুলের না হয়ে ঝরাপাতারও হতে পারতো হাসি

ঝরাপাতা এর ছবি

ঠিকাছে, তবে তাই হোক। আপনার নতুন গল্প কই? আপনিও দেখি আমার মতো ফাঁকিবাজ সচল।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ফারুক হাসান এর ছবি

আসছে ভাই অচিড়েই
আপনারটার একদিন পরেই দেঁতো হাসি

ফারুক হাসান এর ছবি

আমার গল্পটা কিন্তু আজকেই দিয়েছি, এবার বলুন আপনারটা কবে পাচ্ছি?
-----------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তোমার বিশাল পৃথিবীর সুরভিময় হাজার রঙিন ফুলের মাঝে
আমিও তেমনি এক বিবর্ণ জিপসি ফুল-
যার কথা তুমি
কোনদিনও জানতে পারবে না।
আহা, কেন যেন খুব খারাপ লাগল লাইনগুলো পড়ে।

কবিতাটা ভাল্লাগল।

ঝরাপাতা এর ছবি

আপনার এই মন খারাপটাই কিন্তু আমার বিরাট প্রাপ্তি। আপনি আমার ছাইপাশ লেখার নিয়মিত পাঠক। অপরিসীম কৃতজ্ঞতা।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

বিপ্রতীপ এর ছবি

তাই ওই জিপসি ফুলগুলিরও খুব ইচ্ছে করে
বামনত্ব অস্বীকার করে বুক টানটান করে একদিন
তোমার সামনে দাঁড়াতে যদি ভুল করে তুমি তুলে নাও করপুটে।

কথা সত্য...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

শেখ জলিল এর ছবি

ঝরাপাতার কবিতা পড়ি নিয়মিত।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তীরন্দাজ এর ছবি

খুব সুন্দর, সংবেদনশীল শব্দচয়ন আপনার!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

s-s এর ছবি

ক্ষুদ্র এই বনফুল পৃথিবী কাননে, আকাশের তারকারে পূজে মনে মনে
দিন দিন পূজা করি শুকায়ে পড়ে সে ঝরি'
আজন্ম নীরবে রহি, যায় প্রাণ তার, শুধায়োনা আর!
ক্ষমা করো মোরে সখী, শুধায়োনা আর, মরমে লুকানো থাক মরমের ভার, শুধায়োনা আর!

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

ঝরাপাতা এর ছবি

সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাই মন্তব্যের জন্য।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ফয়সাল সুলতান এর ছবি

কোন কবিতা যখন হৃদয় ছুয়ে যায় তখন তাকে খারাপ বলি কিভাবে? এই কবিতাটির মধ্যে আমি আমার হৃ্দয়ের কিছু না বলা কথা খুজে পেয়েছি। মাঝে মাঝে নিজেকে এরকম ঘাস ফুলের মত মনে হয়। বুঝতে পারি আমার হয়তো কোন মুল্য নাই। সত্যিই হয়তো নাই............।

ঝরাপাতা, আপনাকে অনেক ধন্যবাদ এই কবিতার জন্য।

ফয়সাল সুলতান
বাংলাদেশ।

faysal.sr717@gmail.com

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।