ক্যাকটাস ১৪১৬

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: মঙ্গল, ১৪/০৪/২০০৯ - ৬:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
হা ঈশ্বর! কেন তুমি আমায় মানুষ বানালে?
আমি তো পাখি জনম চেয়েছিলাম...
সেই সোনালি ডানার চিলের মতো ঘুম ঘুম চোখে
পালকে ভেজা মেঘের স্বপ্ন দেখেছিলাম...

২.
অনন্ত অম্বরে সম্মোহিত কালের পথিক,
বৃষ্টিছায়া খুঁজে ফেরে গোপন-গহীনে নি:স্ব কাপালিক।

৩.
ঘুম ঘুম রাত,
জল-জোছনায় তবুও স্বপ্ন বোনা।
হাত বাড়ালেই মেঘের ভেলা,
আকাশ ছুঁতে চাই, ছুঁতে পারি না।

৪.
পুঞ্জীভূত ক্ষোভ
যেন বেদনারও অধিক,
তারা কি পেয়েছে দিশা
পথের সঠিক।

৫.
দু:খরা সব অভিসারে গেছে,
মাতাল ভালোবাসা খুঁজে ফেরে কেবলই অথৈ জল,
ভুল জলে পাল তুলেছে প্রাচীন নাবিক,
থেমে গেছে নাগরিক উচ্ছ্বাস, জীবনের কোলাহল।

×× বিক্ষিপ্ত ক্যাকটাস....... সবাইকে নববর্ষের শুভেচ্ছা..........


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমি তো পাখি জনম চেয়েছিলাম...
আমিও তো। মন খারাপ
অনেক দিন পর লিখলেন।
জানেন, দু'জনের কবিতার বই বেরুলে প্রথম ক্রেতা হবো আমি।
তার একজন আপনি।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পুতুল এর ছবি

পুঞ্জীভূত ক্ষোভ
যেন বেদনারও অধিক,
তারা কি পেয়েছে দিশা
পথের সঠিক।

অসাধারণ!
শুভ নববর্ষ!

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব ভাল লাগল। ১, ২, ৩, ৪, ৫ - সবগুলোই।
আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা, ক্যাকটাস-কবি।

আচ্ছা, শিরোনামে '১৪৪৬' কি ইচ্ছাকৃত? হাসি

হাসান মোরশেদ এর ছবি

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

ক্যাকটাস পছন্দ হইছে খুব:)

আপনে মিয়া গভীর জলে মাছ-- আমি মোটামুটি শিওর, মাঝে মাঝে ভেসে ওঠে দম নেন!! দেঁতো হাসি

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

s-s এর ছবি

দু:খরা সব অভিসারে গেছে,
মাতাল ভালোবাসা খুঁজে ফেরে কেবলই অথৈ জল,
ভুল জলে পাল তুলেছে প্রাচীন নাবিক,
থেমে গেছে নাগরিক উচ্ছ্বাস, জীবনের কোলাহল।

এটা সবচেয়ে ভালো লেগেছে! সবথেকে ভালো!!

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।