তোমার সাথে স্নানে যাবো জেনে নিয়ে জলের সমীকরণ ...

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: মঙ্গল, ২১/০২/২০১২ - ১০:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

জল গড়িয়ে চলে
পতনেই বুঝি জলের আজন্ম সুখ,
বাধা পেলে প্লাবন ডাকে,
ভাঙ্গনের স্রোত ভাসায় ফুল্লরার বুক।

ও মেয়ে,
তুমি কি গো জলকন্যা?
কেবলই আপন খেয়ালে চলো?
ডুবসাঁতারে সঙ্গে নিলে
কী'বা এমন ক্ষতি হতো বলো?

এই জনমে নাইবা হলো,
রইলো আরো হাজার জীবন....
তোমার সাথে স্নানে যাবো
জেনে নিয়ে জলের সমীকরণ।

ভাসাও, ভাঙ্গো কিংবা মারো করে আস্ত বরফ জমাট,
জলের তোড়েই খুলবো সেদিন তোমার সকল বদ্ধ কপাট।


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তানিম এহসান এর ছবি

ঝরাপাতা’র সাথে এই প্রথম দেখা হলো। ফাঁকিবাজের দলে আপনার নাম দেখেছিলাম দেঁতো হাসি, সচলের এই উদ্যোগ যথার্থই মনে হতে থাকুক .. ভালো থাকবেন, শুভেচ্ছা হাসি

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য........
আরো দেখা হবে ........ আরো নিয়মিত...


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

উদ্ভট রাকিব এর ছবি

চলুক

তাপস শর্মা এর ছবি

ভালো লেগেছে। চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভাল লাগল, বিশেষ করে শেষ লাইনদুটো।

আচ্ছা,
বাধা --> বাঁধা?
কি'বা --> কী'বা?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ সবাইকে .....

ত্রিমাত্রিক কবি,
বাধা মনে হয় ঠিক আছে যার অর্থ প্রতিন্ধকতা সৃষ্টি করা..........
আর কী'বা হবে..... আমি প্রথমে কিইবা লিখেছিলাম..... যেহেতু পরে ই-টা বাদ দেই কাজেই কী'বা সঠিক হবে.....
আবারো ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

প্রদীপ্তময় সাহা এর ছবি

ভালই লাগল ।
আর শেষ লাইন দুটো বেশ ভাল ।

তবে ঐ জলের সমীকরণ জায়গাটায় ছন্দ যেন একটু হোঁচট খেল ।
আমাকে কিন্তু আবার বিশেষজ্ঞ বলে ভেবে বসবেন না ।
এমনি মনে হল তাই বললাম ।
আসলে আমি বিশেষ ভাবে অজ্ঞ । দেঁতো হাসি

ভালো থাকুন । নিয়মিত লিখুন ।
হাসি

ঝরাপাতা এর ছবি

আপনি যে লাইনটার কথা বলছেন সেটা একেবারে যথার্থ .....
তবুও কেন জানি লাইনটা আমি ওভাবে লিখতে চাইছিলাম.....
এ এক অর্বাচীন অবাধ্যতা ইচ্ছেগুলোর.....
আর হয়তো এখানেই কবির স্বাধীনতা.....


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

প্রদীপ্তময় সাহা এর ছবি

ঠিক ঠিক ।
এখানেই কবির স্বাধীনতা ।
একশভাগ সহমত । চলুক

ঝরাপাতা এর ছবি

কোন একটা পোস্টে মনে হয় দেখেছিলাম আপনি কলকাতাবাসী। আমি একসময় বাংলালাইভ-আই পত্রিকাতে লিখতাম "অভ্র " নামে। সম্পাদি সম্পাদক ছিলেন। আমার খুব প্রিয় অনলাইন পত্রিকা ছিল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

পরিবর্তনশীল এর ছবি

বেশ সুন্দর সুন্দর কিছু লাইন পড়লাম।

ঝরাপাতা এর ছবি

আপনার সাথে দেখা না হওয়ার আফসোস আমার থেকে যাবে সবসময়..... আশায় আছি একদিন দেখা হবেই...............


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হেই! কত্তোদিন পরে দেখলাম আপনাকে!! দেঁতো হাসি
লগইন না করে পারলাম না।
নিয়মিত দেখা হবে - এটা জেনেই ভালো লাগতে শুরু করেছে।
আর যথারীতি কবিতা ভালো লাগলো। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ঝরাপাতা এর ছবি

আরে শিমুলাপা,
অনেক দিন পরে আমিও আপনার দেখা পেলাম.....
আমার কবিতার বইয়ের প্রথম ক্রেতা হওয়ার কথা ছিলো আপনার.....
যাহোক, বই পড়ে জানাবেন কেমন লাগলো !!


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বই! আমি তো জানিই না কিছূ।
বইয়ের নাম-ঠিকানা বলেন তো ঝটপট।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ঝরাপাতা এর ছবি

হা হা হা !
ফেইসবুকে বইয়ের ভূমিকাতে আপনাকে ট্যাগ করেছিলাম তো....
যাহোক, এইখানেই সব বিস্তারিত দিচ্ছি..

বইয়ের নাম: মেঘেরা উদ্বাস্তু হও, এখানে থিম পার্ক হবে
লেখক: অভ্র পথিক
প্রকাশক: শুদ্ধস্বর
মূল্য: ৯৪ টাকা
স্টল: ৪৪৪, ৪৪৫, ৪৪৬


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ওয়াও!
ফেইসবুকে ঠিক রেগুলার না তো। মিস হয়ে গেছে কোনোভাবে।
থ্যাংকিউ হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

চমৎকার !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ দাদা....


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অতিথি লেখক এর ছবি

হাততালি

কড়িকাঠুরে

অতিথি লেখক এর ছবি

অপেক্ষায় আছি আমরণ - শিখতে জলের সমীকরণ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।