দুষ্টু ক্যাকটাস

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বুধ, ০৭/০৩/২০১২ - ৮:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন পরে আবারো ক্যাকটাস। আর এবারের ক্যাকটাসগুলো বেশ দুষ্ট। কতটা খোঁচা লাগবে সেটা পাঠকই বলুক!!

***********************************************
মানুষ নেবে বিদায় মানুষের কাছ থেকে
মানুষের হাতে জন্মাবে ধারালো নখর !
অসহায় বোধ যাবে বাণপ্রস্থে, নাও শিখে
শ্বাপদের হিংস্রতা... রক্তের স্বাদ প্রখর !
************************************************

১.
_________________________

কেন মিছেমিছি এতো সাধাসাধি
বলিহারি ধৈর্য্য ওই বুড়ো ঠাকুরের…
ফ্রয়েডের শিষ্য আমি প্রেমের নাগর,
নগদে পেলে অপেক্ষা কেন বাসরের?

২.
______________________

তোমার প্রতি বাঁকে বাঁকে
লুকিয়ে আছে হাজার কবিতা,
ছেনাল কবির কাছে গেলে পরে’
বলে দেবে সবই-তা।

৩.
____________________________________

তুমি দাঁড়িয়ে থাকো, শুধু তোমার জন্য বিকেলটা
সন্ধ্যাবধি হাঁটে…
আর সন্ধ্যা হলেই জোনাকগুলি ফুচকি মারে
রূপশায়নের ঘাটে।

৪.
___________________________________

তুমি-আমি আর আমি-তুমি
হই না নদী-নাব্য,
বাঁধন খোল, ফটিক জলে
ভাসাও শরীর-কাব্য।

৫.
_____________________
এবার একটা মিষ্টি ক্যাকটাস
______________________

বুনো ফুল করে ভুল
যদি ছোঁয় তোমার সিঁথি,
ধুর ছাই বলে তাই
কেন দলে যাও কঙ্কাবতী?


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

কবিতা চমৎকার।

কিন্তু, এই সিরিজটার অন্য নাম হতে পারতো। ক্যাকটাসের দীর্ঘপাঠের সাথে এটা মিলছে না।

ঝরাপাতা এর ছবি

ক্যাকটাস নামকরণের কারণটা ছিলো, এই সিরিজের কবিতাগুলো হবে ক্যাকটাসের মতো ছোটখাটো কিন্তু হুল ফুটিয়ে যাবে ভীষণ।

হাসান ভাই, একবার প্রস্তাব করেছিলেন কবিতাগুলো "ধুতুরা কাব্য" শিরোনামে পোস্টানোর। আলবাব ভাই, আপনার কাছে অনুরোধ রইলো একটা নাম প্রস্তাবের।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তাপস শর্মা এর ছবি

ভালো লেগেছে। বিশেষ করে প্রথম দুটি। তাছাড়া " বুনো ফুল করে ভুল/ যদি ছোঁয় তোমার সিঁথি" - মাথায় ঢুকে গেছে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
ঝরাপাতা এর ছবি

তপাসদা এবং সবুজ পাহাড়ের রাজা অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।