আমাদের সাথে মিছিলে পথ হাঁটে নুর হোসেন, শহীদ মিলন

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ২৫/০৬/২০১২ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি অপেক্ষায় আছি।
যীশুর মতো ক্রুশকাঠে বিদ্ধ হয়ে
অনন্ত প্রতীক্ষার প্রহর গুনছি।
অধীর আগ্রহে বসে আছি নষ্ট সময়ের করতলে
কবে রাষ্ট্রযন্ত্র আসবে কালো উর্দি পরে,
সবার অলক্ষ্যে তুলে নিয়ে যাবে চোখে ঠুলী পরিয়ে!
হয়তো পত্রিকার এক ইঞ্চি কলামে ঠাঁই হবে
অজ্ঞাত পরিচয় লাশের মিছিলে,
হয়তো বা শিরোনামহীন খসে যাবো বক ফুলের মতো
পৃথিবীর পান্ডুলিপি থেকে চুপিসারে।
তবুও . . .
গনতন্ত্রের লক্ষ্মীপেঁচা ঠিক ডেকে যাবে
মানিক মিয়া এভিনিউয়ে, পল্টন ময়দানে।

আর যদি ফিরে আসি, বেঁচে ফিরি লিমনের মতো দুর্দৈবের ফেরে
তবে রাজনীতি হবে
সুশীল সমাজে বিস্তর হৈ-চৈ হবে, টক শো হবে
কাটা হাত-পায়ের জানাজা হবে . . . .
তারপর নিয়ম মেনে সব ভুলে যা্ওয়া হবে
গনতন্ত্রের স্বার্থে বলিদান হবে।

আমরা গনতন্ত্রের মহান স্বেচ্ছাসেবক-
এই যে দ্বিধাহীন সঁপে দিলাম জীবন-যৌবন ।
আজো আমাদের সাথে মিছিলে পথ হাঁটে
নুর হোসেন, শহীদ মিলন।

বিজ্ঞানের জন্য মানুষ মৃত্যেুাত্তর দেহদান করে
আমরা আপ্লুত হই, শ্রদ্ধায় আবনত হই।
অথচ দ্যাখো, এ দেশে গনতন্ত্রের জন্য আমরা সবাই
জন্মোত্তর দেহটাই দান করে দিই...
অথচ কেউ তা জানতেও পারে না !!!


মন্তব্য

তানিম এহসান এর ছবি

আজো আমাদের সাথে মিছিলে পথ হাঁটে
নুর হোসেন, শহীদ মিলন।

ক্রেসিডা এর ছবি

সুন্দর লাগলো আপনার লেখাটি।

বাই দ্য ওয়ে, ঝরাপাতা ভাই, নামটা কি "নূর হোসেন" হবে না?

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অরফিয়াস এর ছবি

আজো আমাদের সাথে মিছিলে পথ হাঁটে
নুর হোসেন, শহীদ মিলন।

এই একটি লাইন বলে দেয় সব !! হাততালি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

হুম, ভালোই হয়েছে। হাসি

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন  ॥   ফেইসবুক   ॥   গুগলপ্লাস

অমি_বন্যা এর ছবি

অসাধারণ কবিতা । ভালো লেগেছে অনেক।

তাপস শর্মা এর ছবি

কবিতাটির প্রেক্ষিত ভালো ভাবে জানা নেই, তবুও ভালো লেগেছে। চলুক

অতিথি লেখক এর ছবি

অনেক সুন্দর- হাততালি

কড়িকাঠুরে

প্রদীপ্তময় সাহা এর ছবি

গনতন্ত্রের লক্ষ্মীপেঁচা

চলুক

এই শব্দবন্ধটা দারুণ লাগল।

কবিতাটি খুব খুব ভাল লাগল।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ভালো লেগেছে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

আশরাফুল কবীর এর ছবি

অনেক সুন্দর লিখেছেন উত্তম জাঝা!

কীর্তিনাশা এর ছবি

অনেক অনেক দিন পর পড়লাম আপনার লেখা। খুব ভালো লাগলো ।

বিটিডব্লিউ : এত দিন কোথায় ছিলেন? হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক দিন পরে।।।

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ সবাইকে পড়ার জন্য এবং মন্তব্যের জন্য।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।