বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ০৭/১১/২০১৫ - ৮:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওঁত পেতেছে হিংস্র শ্বাপদ তোমার ঘরের কোণে,
দুধ-কলাতে পুষছ তাদের নিরপেক্ষতার ভানে।
চেক-অ্যান্ড-ব্যালেন্স করে ভালো যাচ্ছে কেটে দিন,
সকাল বিকাল বাজাও কেবল সুশীলতার বীণ।
মরছে মরুক যত মুক্তমনা, তোমার তাতে কি !
দু'দিক সামলে চললে তবেই জুটবে পাতে ঘি।
ভক্তরা সব দিচ্ছে তালি, বাড়ছে মুখের জেল্লা,
ভার্চুয়ালে বয়ান ফলাও, সেইফ রাখিতে কল্লা ।
মৌলবাদ আর জঙ্গি নিয়ে- কিসের কথা বল্?
'নিজে বাঁচলে বাপের নাম, বোকা বৎসের দল।
যত ইচ্ছে কোপাক ওদের, সব নাস্তিক-হতচ্ছাড়া',
তোমার জন্যও চাপাতিতে শান দিচ্ছে তারা ।
যাদের সুরে সুর মিলিয়ে গাইছো একই কোরাস,
তাদের হাতেই লুটবে ধুলোয় সেইক অব রিলিজিয়াস।
দেখবে সেদিন তোমার ঘাড়ে তোমার মাথা নাই,
সুশীল বসে ভার্চুয়ালে ঠিকই করবে জাস্টিফাই।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও,
আসল মানুষই ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

বড় কঠিন সময় এখন আমাদের চারপাশে। সবসময়ের জন্য তো বটেই, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে মানুষ চেনাটা অনেক মূল্যবান একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

আয়নামতি এর ছবি

বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও,
আসল মানুষই ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

চলুক
অনেক যুগ পর লিখলেন আপনি। দেখে ভালো লাগলো।

নিঃসঙ্গ গ্রহচারী এর ছবি

অনেকদিন পর লিখলেন। কবিতা ভালো লেগেছে।

অতিথি লেখক এর ছবি

ভক্তরা সব দিচ্ছে তালি, বাড়ছে মুখের জেল্লা,
ভার্চুয়ালে বয়ান ফলাও, সেইফ রাখিতে কল্লা ।

ভালো লাগলো...

স্বয়ম

ঝিঁ ঝিঁ পোকা এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।