ঝরাপাতার কিশোর ক্যাকটাস গুচ্ছ

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শুক্র, ০৩/০৮/২০০৭ - ৭:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্যাকটাস - ১
____________________

ভালোবাসার বসতবাড়ি
তোমার উঠোন জুড়ে,
পূর্ণিমা-চাঁদ উঠলো হেসে
মেঘের আকাশ ফুঁড়ে।

ক্যাকটাস - ২
____________________

অমন করে চেয়ো নাকো
উড়িয়ে হাওয়ায় চুল,
বিজন রাতে সঙ্গী হবে
ইচ্ছে করা ভুল।

ক্যাকটাস - ৩
____________________

চোখের জলে যায় ভেসে যায়
বুকের গোপন কষ্ট,
তোমার হাতে হাত রেখে আজ
চাইছি হতে নষ্ট।

ক্যাকটাস - ৪
____________________

অভিমানের আঁচলখানি
রাত্রিরেতে মলিন হবে,
ভালোবাসি জানবে ঠিকই
কাঁপন জাগা অসম্ভবে।

ক্যাকটাস - ৫
____________________

আকাশ ছোঁব না আর কখনো,
ছোঁব তোমার অধর,
জঠর তোমার ভরিয়ে দেবো
দিয়ে রঙিন আদর।

দুহাত দিয়ে টানবো কাছে
জড়িয়ে যাবো চুলে,
ভেসে যাবো অচিন সুখে
ইচ্ছে করা ভুলে।

ক্যাকটাস - ৬
____________________

ইচ্ছেরা সব
প্রজাপতি,
মনের খোপে
ঘরবসতি।
রোদ দেখলে
পাগলপারা,
মেঘলা দিনে
ভীষণ খরা।

ইচ্ছেরা সব
দুষ্টু হাওয়া,
রাত-বিরোতে
আসা যাওয়া।
চাঁদ ডুবলে
নদীর জলে,
ইচ্ছেরা সব
পাখনা মেলে।

ক্যাকটাস - ৭
____________________

কোন রঙেতে মন রাঙাবি,
কোন সুখেতে ঘর?
আমি তো সেই সুখের বাসর,
আমায় আপন কর।

কোন আলোতে ভরবি দু'চোখ,
কোন শ্রাবণে ভিজবি?
আমি যে এক ভরা নদী
আয়না কাছে নাইবি।

ক্যাকটাস - ৮
____________________

সাত সমুদ্র-
তের নদি,
পেরিয়ে তুই
আসবি যদি!

বাউলা বাতাস
সঙ্গী করে,
জল তিরতির
যমুনা-তীরে।

দুয়ার খুলে
রইবো বসে,
আসিস আমার
চাদেঁর দেশে।

হাত বাড়িয়ে
জ্যোৎস্না ছুঁবি?
দিঘীর জলের
পদ্ম হবি?

হতেই পারিস
তারার আলো,
একটু শুধু
বাসিস ভালো।

তখন আমি
তোকে ছোঁব,
রাখিস যদি-
পাশেই রবো।

ক্যাকটাস - ৯
____________________

আমার হারিয়ে যাওয়া মেঘগুলি সব
বৃষ্টি নিয়ে এলো,
নদীর বুকে বাণ ডেকেছে
ভীষণ হুলুস্থুলু।
হিজল বনে বাউলা বাতাস,
পাগলপারা বেগ
একলা পাখির করুন আঁখি,
হাওয়ায় ভাসে মেঘ।

ক্যাকটাস - ১০
____________________

বৃষ্টি যদি না এসে ওই
হঠাৎ থেমে যেত,
তোমার অঙ্গ শীতল ছোঁয়া
কেমন করে পেত?
তরুন জলে ধুয়ে গেলো
দেহের যত সাজ,
তাইতো বলি অবাক করা
বৃষ্টি নামুক আজ।


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

ওয়াও!!
ঝরাপাতা রকস্!
চমৎকার লাগল ,,,
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ঝরাপাতা এর ছবি

ঝরাপাতা রকস্!

হা হা হা!! ধন্যবাদ মন্তব্যের জন্য।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল হাসি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

আরো দুটো ছেলে মেয়ের বয়েস বেড়ে যাবে.... মন খারাপ


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

আরো কটা দিনের অপেক্ষায়...
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।