একটি কবিতা ও চিরন্তন ভালোলাগা

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বুধ, ০৮/০৮/২০০৭ - ৬:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যে কাল পিছনে ছিলো
সে কাল সমুখে ফিরে আসে-
অবগুন্ঠিত মুখে তারকাখচিত পট্টবাসে-
কে তারে ভূষণ দিল, দিল অলংকার
ক্ষণস্থায়ী ঐশ্বর্য্যের বসন্তবাহার?
স্পর্শহীন স্রোতে তার রূপহীন আবেগে অতুল
কে ফোটাল ফুল?
শূন্যের সমুদ্র হতে নিমিষে নিমিষে ধরে কায়া-
বেলাহীন বেলাতটে তরঙ্গের মৃত্যুময়ী মায়া।

------------- মৈত্রয়ী দেবী

মির্চা এলিয়াদের 'লা নুই বেঙ্গলী' বা বাংলার রাত আর মৈত্রয়ী দেবীর 'ন হন্যতে' বাংলা সাহিত্যের দুই কালজয়ী প্রেমের উপন্যাস। সেই 'ন হন্যতে' প্রথম যখন পড়ি তখন মুগ্ধ হয়েছিলাম এই কবিতাটি পড়ে। এখনো একইরকম মুগ্ধ হই। বার বার পড়ি, তবু আবার পড়তে ইচ্ছে করে। সচলায়তনের কাব্যপ্রেমীদের সাথে শেয়ার করলাম একান্ত ভালোলাগাটুকু।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

সদা সত্য। অমলিন।।
------------------
"মাটি খুব শান্ত, খনির ভেতর দাবদাহ"

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

হাসান মোরশেদ এর ছবি

হায় দেবী মৈত্রয়ী!

-----------------------------------

'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

আসলেই আপনি ঠিক বলেছেন। ন 'হন্যতে একটি চমৎকার উপন্যাস। সাখাওয়াৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।