চাইলেই পারি

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বুধ, ০৮/০৮/২০০৭ - ৬:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

হর-হামেশা আসতে পারি-
তোমার কাছে।

একটু খানি অভয় দিলে
দু'হাত দিয়ে টানতে পারি-
বুকের খাঁজে।
একটি দুপুর স্বপ্ননীলে
মেঘের ভেলায় ভাসতে পারি-
মনের মাঝে।

একটুখানি সুবাস নিতে
মুখখানি তাই ঢাকতে পারি-
চুলের ভাঁজে।
একটি বিকেল সন্ধ্যা হলে
অন্য কিছুও চাইতে পারি-
ঈষৎ লাজে।

একটু বেশি মাতাল হয়ে
হয়ত দু'জন নাইতে পারি-
দেহের আঁচে।
একটি রাতের আঁধার ভেঙ্গে
কষ্টগুলো মুছতে পারি-
আলোর নাচে।

হর-হামেশা আসতে পারি-
তোমার কাছে।
অন্যরকম কষ্ট নিয়েই
তোমায় ভালো বাসতে পারি- সকাল সাঁঝে।

** পূর্ব প্রকাশিত, ঈষত পরিবর্তিত।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

অন্যরকম কষ্ট নিয়েই
তোমায় ভালো বাসতে পারি- সকাল সাঁঝে....

ভালো লাগলো।
_______________________
"মাটি খুব শান্ত, খনির ভেতর দাবদাহ"

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ হে বন্ধু।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অছ্যুৎ বলাই এর ছবি

এই কবিতা দেখে অনেকদিন পরে প্যারোডি করার বদইচ্ছা জাগলো। অনেক কষ্টে সামলাইলাম।

কবিতা সেইরম যথারীতি। কিন্তু সন্ধ্যা বেলায়ই অন্যকিছু চাইতে হবে কেন বাছা? একটু রয়েসয়ে!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ঝরাপাতা এর ছবি

করে ফেলুন, বদইচ্ছা পুষে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

মাশীদ এর ছবি

বাহ্!
চমৎকার!
খুব ভাল লাগল।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ মাশীদাপু।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

হাসি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

হাসিমুখ, হাসিমুখ নাগরিক জানালায়।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।