ভালো লাগে না এসব

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: মঙ্গল, ২১/০৮/২০০৭ - ৪:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভালো লাগে না এসব। সত্যি বলছি, একদমই না। সেই তো গুনে গুনে ত্রিশটা দিন হাসফাঁস করে পার করা। মাসের শুরুতে বেলি ডেন্স উইথ সোয়ান লেক দেখা, ভরপেট খেয়ে গলা ভেজাতে ভেজাতে পৌন:পুনিক হেঁচকি তোলা কিংবা ম্যাটিনি শো শেষে রিক্সার অপেক্ষায় থেকে থেকে খিস্তি করা। অথচ আপনারাই বলেন- আমি নাকি খুব ভালো আছি। প্রতিদিন নতুন রেজারে দাড়ি কামাচ্ছি, রঙচঙা হাওয়াই শার্ট গায়ে দিয়ে উড়ে বেড়াচ্ছি, মাঝে মাঝে অফিসিয়াল ট্যুরের সুবাদে ব্যাংকক-সিঙ্গাপুরে মৌজ করছি। কিন্তু বিশ্বাস করুন- এসব আমার একেবারেই ভালো লাগে না। ইচ্ছে হয় সবকিছু ছেড়ে দিয়ে শুধু একটা পালতোলা নৌকা নিয়ে হারিয়ে যায় সাগরের বুকে। হয়ত ভাবছেন- এসবই সুখের অসুখ। এতোই যদি পালাতে চান, তবে লটকে আছেন কেন?

সত্যি বলতে কি, কেন লটকে আছি তা জানা নেই। মনে হয় মানুষের নিয়তিই সব মানুষকে কোথাও না কোথাও লটকে রাখে। চাইলেও সে ছিড়তে পারে না তার বাহুপাশ।

__________________________
** হাসান মোরশেদের স্বাক্ষরের কথাগুলো ভাবনা যুগিয়েছে লেখাটার। তবে ধন্যবাদ দিচ্ছি না হাসি


মন্তব্য

দৃশা এর ছবি

বুঝছি...কেইস খারাপ।
আপনার বিবাহের বয়স হয়েছে...বিবাহের পর প্রথম দিকে দুনিয়া আবার বেহেশত বেহেসত লাগব...এর কিছুদিন পর অবশ্য আজাব আজাব লাগব...সেইটা বিষয় না। যা পাইবেন তাই লাভ? কি কও মাঝি?

দৃশা

ঝরাপাতা এর ছবি

বুঝতারছি না। তয় মনে অইতাছে আফনার ঘটকালির বিজনেস আছে। কারণ আফনে খালি বিবাহ কেইস খুইঁজা পান।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

জিফরান খালেদ এর ছবি

পাতা ভাই, ভাল লাগল।

আপনার প্রশ্নটা পাইলাম না। কোন পোস্টে এইটা একটু জানাইলে উপকৃত হইতাম।

আমার ব্লগে নাই। চেক করলাম।

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ জিফরান ভাই। এইটা আসলে তেমন একটা যুইতের লেখা না। খেয়ালি কথন।

সম্ভবত 'মানে' নামে কবিতার পোস্টে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

হাসি
এই লাইন কিন্তু আমাদের আরেক ব্লগার বন্ধু ইমরুল হাসানের কবিতা থেকে ধার করা ।

সকল প্রশংসা তাঁরই প্রাপ্য চোখ টিপি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

হা হা হা। মজার তো!!


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ঝরাপাতা এর ছবি

কবির কথাই ঠিক।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অছ্যুৎ বলাই এর ছবি

সুখে থাকতে ভূতে কিলায়!

তবে দৃশার সাজেশনটা পারফেক্ট। বিয়ার পরে আর এইসব আউলফাউল চিন্তা মাথায় আসবে না, আই মিন মাথায় আসার অবসর পাবে না, আই মিন মাথায় আসি আসি করলেও বউয়ের ঝাড়ুপেটায় কাছে ঘেষতে পারবে না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ঝরাপাতা এর ছবি

ঝাড়ুপেটা!!!!! তাইলে বিয়াই করুম না।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ইশতিয়াক রউফ এর ছবি

দেরী করে পড়লাম। বিয়ের পর 'ঝরাপাতার' নিক বদলে 'ঝারুপেটা' হলে মন্দ হয় না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।