ধবল হংসের সাথে যাবো আজিকে- উজ্জয়নীপুর,
সেথা বেহুলার সাথে লখা সেজে গায়ে মাখিব রোদ্দুর।
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে,
যুগলরূপে এসেছিনু, আবার মাটিরও ঘরে।
বেঁধেছ সখা প্রণয় ডোরে,
মায়ার কুহকে জড়ায়ে মোরে।
একটু দাঁড়াবে কি? এখনি নামবে বৃষ্টি,
মেঘে আকাশ থমথম, নীড়ে ফিরে যাচ্ছে পাখি।
ও পাড়েতে বন্ধুর বাড়ি, এ পাড়েতে আমি,
মাঝখানে শীতল জলের ভরা মাতলামি - রে।
একা বয়ে চলেছি হাজার বছরের পৌরাণিক ইতিহাস,
শুনতে পাওনা তোমরা নিশিথে আমার নীরব দীর্ঘশ্বাস।
মন্তব্য
আজ বিকেলে তোলা ছবি।
স্থান : ডেনমার্ক
_______________________________
আরো বেশ কিছু চমতকার ছবি আছে, সেগুলো কাল আপলোড করবো।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
বাহ বাহ, ছবির সাথে কবিতার চরণ। ভাল ভাল। আপনার লেখা পড়ে নিজেই উৎসাহি হলাম। যে লেখাটির জন্ম আপনার লেখার হাত ধরে, দেখুন তো সেটা কেমন?
আপনার আরো ছবির প্রতীক্ষায় থাকলাম।
...........
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা
ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ব্যাপারখানা দারুন হইছে...লাগে রাহো ।
তয় মনে হয় জলমহল আর মেঘে থম থম ছবিটার সাথে আরও বেটার কম্বিলেশন দেখাতে পারতেন।
কিন্তু টোটাল ইম্প্যাক্টটা ফাটাফাটি...
দৃশা
ধন্যবাদ দৃশা। হুম ওই দুটা একটা হাবীবের গান, আরেকটা কুমার বিশ্বজিতের গানকে একটু এদিক ওদিক করে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন