এই পথ যদি না শেষ হয়,
তবে কেমন হবে তুমি বলো তো।
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো,
ওই পাহাড়টা বোবা বলে কিছুই বলে না।
কাকচক্ষু জলে কন্যা নেমো নাকো আর স্নানে,
মাতাল হাওয়া পাগল হলো তোমার চুলের ঘ্রাণে।
বিছায়ে দিয়েছি শীতল ছায়া আমার আঙিনা তলে,
বিজনে এসোগো সুজন সখী, তরুণ অরুণ জ্বলে।
কে তাহারে ভূষণ দিলো, দিলো অহংকার,
চিরসুন্দর ঐশ্বয্যের বসন্ত বাহার।
রূপহীন আবেগে অতুল,
কে ফোটালো ফুল?
'পুরষ্কার পুরষ্কার' আজগুবি নয়, একেবারে সাচ্চা,
বলুন দেখি ছবির মাঝে কয়টি হাঁসের বাচ্চা?
অস্তাচলে রবি,
গোধূলীর ছবি।
মন্তব্য
গত সামারের মাঝামাঝি তোলা ছবি।
স্থান : সুইডেন
** একটা ছবি বড়ো আসায় ফ্রন্ট পেইজ বিদঘুটে দেখাচ্ছে, তাই নিজের ব্লগে রাখলাম ।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
চমৎকার আইডিয়া!!
গানে গানে ছবি দেখা, নাকি ছবিতে ছবিতে গান শোনা?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
নতুন মন্তব্য করুন