দ্যা নাম্বার টুয়েন্টি থ্রি

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: মঙ্গল, ০৪/০৯/২০০৭ - ৩:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২৩ নাম্বারের প্রতি আমার একটা দুর্বলতা আছে। কাকতাল হোক কিংবা নৈনিতাল হোক আমার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাথে ২৩ সংখ্যাটা জড়িয়ে আছে। প্রথমে সেই ঘটনাগুলি বলে নিই।

* আমার জন্ম তারিখ ২৩ অক্টোবর,
* আমি যখন সিক্সে নতুন স্কুলে ভর্তি হই, তখন ক্রমিক নাম্বার ছিলো ২৩,
* ভার্সিটিতে আমার মেট্রিক নং-এর শেষ দুটো সংখ্যাও ২৩,
* ব্যাচেলরের থিসিস প্রেজেন্ট করি ২৩ ডিসেম্বর,
* সেই থিসিস ইন্টারনেশেনাল কনফারেন্সে একসেপ্ট হয় ২৩ মে,
* আমার মাস্টার্স কমপ্লিট করার তারিখও ২৩ মার্চ।

এগুলো শুধু মনে থাকা ঘটনাগুলোর বিবরণ। এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো নিশ্চিতভাবে ২৩ সংখ্যার সাথে জড়িত কিন্তু আমার মনে নেই। যাহোক, এই ২৩ নাম্বার সম্পর্কে আরো কিছু তথ্য পাঠকদের উদ্দেশ্যে পেশ করছি।

** প্রতিটি বাবা-মা তাঁর সন্তানের ডি.এন.এ-তে ২৩টি ক্রোমোজম কন্ট্রিবিউট করেন।
** সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়তে সময় নেয় ২৩ সেকেন্ড।
** মানুষের ক্ষেত্রে ২৩তম ক্রোমোজম জেন্ডার নির্ধারণ করে থাকে।
** ল্যাটিন বর্ণমালায় বর্ণের সংখ্যা ২৩।
** উইলিয়াম সেক্সপিয়রের জন্ম ২৩ এপ্রিল, ১৫৬৯ এবং মৃত্যু ২৩ এপ্রিল, ১৬১৬।
** প্রাচীণ মিশরীয় এবং সুমেরীয় ক্যালেন্ডারের শুরু ২৩ জুলাই।
** মেক্সিকো এবং মধ্য আমেরিকার মায়ান জনগোষ্ঠী মতে পৃথিবী ধ্বংসের দিন ২৩ ডিসেম্বর, ২০১২।
** টাইটানিক যেদিন ডুবে যায় সেই সময়টা হচ্ছে ১৫-৪-১৯১২ (১+৫+৪+১+৯+১+২ = ২৩)।
** টুইন টাওয়ারে হামলা হয় ১১ সেপ্টেম্বর, ২০০১. (১১-৯-২০০১= ১১+৯+২+১=২৩)

তথ্যসূত্র : দ্যা নাম্বার 23 মুভি থেকে।


মন্তব্য

অতিথি এর ছবি

এবং আপনি ২৩ মুভি থেকে চুরি করে এইসব লিখলেন। দুখ্য::

ঝরাপাতা এর ছবি

মুভির নাম তো হুবুহু শিরোনামে লিখে দিলাম। এরপরও যদি সরল ভাষায় কইয়া দিতে হয় তবে তো মুশকিল। আমি তো মনে করছিলাম উপরের নাম দেইখাই সবাই বুইঝা যাইবো তথ্যগুলো দ্যা নাম্বার 23 মুভি থেকে নেয়া। যাক নীচে এড করে দিতাছি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

২৩ রে দেখি লেবু চিপা চিপলেন।
২৩ কইলাম আমারও বড় প্রিয় সংখ্যা।

দৃশা

অয়ন এর ছবি

মজার।

ইশতিয়াক রউফ এর ছবি

আমার জীবনের সব সংখ্যাই ২ বার করে আসে। কলেজ আর ভার্সিটিতে রোল নং একই, মেট্রিক-ইন্টারের নম্বর একই, স্যাট-জিআরই'র নম্বর একই। এরকম আরো অনেক অনেক।

জ্বিনের বাদশা এর ছবি

আপনে তো মনে হইতাছে পীর দরবেশ মার্কা মানুষ!! চোখ টিপি
মজা পাইছি।
আমার হইছে ৩ বা ৩এর গুনিতক
স্কুলে ৫ বার রোল ৩ হইছিল হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নিঘাত তিথি এর ছবি

ভালাই।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ঝরাপাতা এর ছবি

সবাইকে ধন্যবাদ পড়ার জন্য।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

Tis_sucks এর ছবি

O C'mon.
This is a bunch o crap taken from the movie "23" by Jim Carrey. Whats the point of such plaigatrism. O I see no one cares..

ঝরাপাতা এর ছবি

জ্বি জনাব জিম ক্যারির মুভি থেকে নেয়া হয়েছে বলেই তথ্য বলে উপস্থাপন করা হয়েছে এবং মুভির টাইটেলটাই অবিকৃত রেখেই শিরোনামে ব্যবহার করা হয়েছে, অন্যরা সেটা বুঝতে পেরেছেন বলে কেয়ার করেননি। বুঝদারদের জন্য ইশারায় কাফি কিনা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নজমুল আলবাব এর ছবি
ঝরাপাতা এর ছবি

হ ভাইজান, সুইট টুয়েন্টি থ্রি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অতিথি এর ছবি

Alauddin Al Azad's famous novel is called "23 number toilo-chitro" (Oil painting no. 23)

দ্রোহী এর ছবি

খারাপ না!! আমিও ২৩ মে কিনা!!!


কি মাঝি? ডরাইলা?

অমিত আহমেদ এর ছবি

হুম!


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

মৃন্ময় আহমেদ এর ছবি

মুভ্যি টা বেশ।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

Bappy এর ছবি

হাহ হাহ হাহ!!
মজা পাইলাম। আজকেই দেখতে হবে সিনেমাটা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।