বিদ্যাদেবী আর বাণিজ্যলক্ষীর নাকি হয়না একসাথে বসতি,
যদিও পৌরাণিক কাহিনীতে দেখা যায় নিগূঢ় সহাবস্থান।
ঠিক তেমনি কবি আর অভাব ভীষণ রকমের সম্পূরক
বলেই বিশেষজ্ঞদের দাবী, যদিও বিপরীত বহু-বাস্তবতা।
কোনরকম হাইপোথেসিসের ধার না ধেরে শেষ পেগটা গলায় ঢালতে ঢালতে,
দু'পায়ে টলতে টলতে পাড় মাতালটা এগিয়ে যায় ল্যাম্পপোস্টের দিকে।
সে এবার অর্থসচিবের স্বাক্ষর করা কাগজের বিনিময়ে ভালোবাসা কিনবে।
লোকটা একজন কবিও বটে।
** সংবিধিবদ্ধ সতর্কীকরণ - একদম ফাউল কবিতা।
মন্তব্য
সবাই ছদ্মবেশী কম বেশি।
আমার চুল নাই তাই একখান ছদ্ম পরচুলা আছে...তাইলে কি আমিও কবি?
দৃশা
মাতালটা কবি ও বটে!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কবিমাত্রেই টাল।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
টাল মাত্রই কি কবি?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হ
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কবি টাল, টাল কবি।
আগুনেই পুড়ে গেলো কবি ও কাঙাল।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মাল খাইয়া টাল হইয়াই কবিগুলা সব চুলায় গেলো ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হা হা হা। মাঝে মাঝে মাতাল হওয়া কিন্তু জরুরী, তাহলে মাতলামি শেষে শুরা আর সাকি নিয়ে কিছু ভালো কবিতা পাওয়া যায়।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
গন্ধে ছুটে আসলাম। কয় ছিলিম হলো?
-----------------------
এই বেশ ভাল আছি
হা হা হা ফাহা। এখনো মুখ খোলা হয় নাই। আপনার অপেক্ষায় তো ছিলাম। বোতল দুটো যে আপনার কাছে সেটা কি ভুলে গেছেন?
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
কবি টাল>কবিটাল>কবিতাল>কবিতা।
৩য় লাইনে বানান ভুলে "দারিদ্রতা" ঠিক করে নিতে পারেন।
ধন্যবাদ শিমুল। অভাব দিয়ে রিপ্লেস করে দিলাম।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন